শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা

বসুন্ধরা কনভেনশন সিটিতে ইন্টেরিয়র প্রদর্শনী

নিজস্ব প্রতিবেদক

বসুন্ধরা কনভেনশন সিটিতে ইন্টেরিয়র প্রদর্শনী

ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে নগরীর গৃহকর্ত্রীরা এখন বেশ সচেতন। একঘেয়েমি দূর করতে যুগের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক নারীদের অনেকেই এখন ইন্টেরিয়র ডিজাইনে আগ্রহী হয়ে উঠছেন। শৌখিন নারীদের কথা মাথায় রেখেই এবার রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায়  শুরু হয়েছে ‘ইন্টেরিয়র-এক্সটেরিয়র ইন্টারন্যাশনাল এক্সপো-২০১৬’ ও ‘বাংলাদেশ লাইটিং এক্সপো-২০১৬’ শীর্ষক তিন দিনব্যাপী প্রদর্শনী। গতকাল শুরু হওয়া এ প্রদর্শনীতে পাওয়া যাচ্ছে গৃহসজ্জার নানা সামগ্রী। এই সঙ্গে দর্শনার্থীরা পাচ্ছেন ঘর সাজানোর বিষয়ে বৈচিত্র্যময় ও নতুন আইডিয়া। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পারটেক্স স্টার গ্রুপ ও সাইফ পাওয়ারটেক লিমিটেড যৌথভাবে প্রদর্শনী দুটির আয়োজন করেছে। এর ব্যবস্থাপনায় আছে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশন প্রাইভেট লিমিটেড ও এফ টাপ ইভেন্টস লিমিটেড। গতকাল দুপুরে প্রদর্শনী দুটির উদ্বোধন করেন ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট ও বাংলাদেশ সিস্টেম টেকনোলজির চেয়ারম্যান দেওয়ান সুলতান আহমেদ। প্রদর্শনী ঘুরে দেখা গেছে, এ আয়োজনে দেশের শীর্ষস্থানীয় ব্র্যান্ডের পণ্যসামগ্রী ও সর্বাধুনিক সংগ্রহ প্রদর্শন করা হচ্ছে। এতে ওয়াল ডেকোরেশন, অত্যাধুনিক টাইলস, বৈচিত্র্যপূর্ণ আসবাবপত্র প্রদর্শন করা হচ্ছে। অন্যদিকে আলোকসজ্জা বিষয়ে সর্বাধুনিক প্রযুক্তি এবং ব্যবহার সম্পর্কে দর্শনার্থীদের জানাতে লাইটিং এক্সপোর আয়োজন করা হয়েছে। প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত।

সর্বশেষ খবর