শুক্রবার, ২৮ অক্টোবর, ২০১৬ ০০:০০ টা
শারীরিক অবস্থার উন্নতি

কাউকেই চিনছেন না খাদিজা

নিজস্ব প্রতিবেদক

সিলেটে ছাত্রলীগ নেতা বদরুলের ধারালো চাপাতির আঘাতে গুরুতর আহত কলেজছাত্রী খাদিজার শারীরিক অবস্থার আরও উন্নতি হয়েছে। তাই তাকে হাই ডিপেনডেন্সি ইউনিট থেকে ১১২৬ নম্বর কেবিনের বেডে নেওয়া হয়েছে। তবে এখনো কাউকে চিনতে পারছেন না তিনি। গতকাল এসব জানান খাদিজার বাবা মাসুক মিয়া।

মাসুক মিয়া বলেন, বুধবার রাত ১১টার  দিকে খাদিজাকে ইনটেনসিভ কেয়ার ইউনিটের কেবিনে নিয়ে আসা হয়েছে। সকালে তাকে পাউরুটি, লাচ্ছি, জেলি ও চা খাওয়াতে কোনো অসুবিধা হয়নি। আর সব ঠিক থাকলে দু-তিন সপ্তাহ পর ওর বাম হাতে অপারেশন করার কথা জানিয়েছেন ডাক্তাররা। তবে খাদিজার স্মৃতিশক্তি নিয়ে উৎকণ্ঠিত না হওয়ার পরামর্শ দিয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের মেডিসিন অ্যান্ড ক্রিটিক্যাল কেয়ারের কনসালট্যান্ট ডা. মির্জা নাজিম উদ্দিন বলেন, এটা প্রসেস অব রিহেবিলিটেশন, আস্তে আস্তে সে সবাইকে চিনতে পারবে। গত ৩ অক্টোবর সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসকে সরকারি এমসি কলেজ ক্যাম্পাসে চাপাতি দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। আশঙ্কাজনক অবস্থায় খাদিজাকে প্রথমে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার উন্নতি না হওয়ায় পরদিন স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এর পরই সেখানে খাদিজাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর