শুক্রবার, ৪ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা
খালেদার টুইট

দরিদ্রের চালে হরিলুট চলছে

নিজস্ব প্রতিবেদক

হতদরিদ্রদের জন্য ১০ টাকা কেজি চাল নিয়ে এখন হরিলুট চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি বলেছেন, ‘চাল দেওয়ার নামে চলছে হরিলুট। বঞ্চিত হচ্ছেন গরিবরা। সরকার এখন শুধু কার্ডধারীদের জন্য ১০ টাকা কেজিতে চাল দেওয়ার নিয়ম করেছে। সেই কার্ড শাসক দলের সচ্ছল লোকদের হাতে তুলে দেওয়া হয়েছে। হতদরিদ্রদের মুখের গ্রাস কেড়ে নেওয়া হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই।’

গতকাল এক টুইট বার্তায় এ কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তিনি আরও বলেন, ‘হতদরিদ্রের নামে বরাদ্দ করা ১০ টাকা কেজি দরের চাল সারা দেশে আওয়ামী লীগের সচ্ছল লোকেরা লুটেপুটে   খাওয়ার সংবাদে আমরা লজ্জিত ও স্তম্ভিত। আমরা সরকার পরিচালনার সময় মোটা চালের দাম ১৪-১৫ টাকার মধ্যেই সীমিত রেখেছি। কখনো একটু দাম বাড়লে বা অনটনের সময় আমরা হতদরিদ্রদের জন্য বিনামূল্যে খয়রাতি সাহায্য করেছি। পাশাপাশি কম দামে খোলাবাজারে বিক্রির ব্যবস্থা করেছি। তাতে গরিবরা পাঁচ কেজি পর্যন্ত চাল কম দামে কিনতে পারত।’

 

সর্বশেষ খবর