শনিবার, ৫ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

কর্ণফুলী সার কারখানায় গ্যাস বন্ধ জাইকার উদ্বেগ

রুকনুজ্জামান অঞ্জন

চট্টগ্রামের কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে (কাফকো) গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় উদ্বেগ জানিয়েছে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা)। সম্প্রতি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে চিঠি লিখে প্রতিষ্ঠানটি জানিয়েছে, সরকার গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ায় সার কারখানাটি ১ জুন থেকে বন্ধ রয়েছে।

চিঠিতে জাইকা বলেছে, তারা আশা করছে সরকার বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে কাফকোর অবদান বুঝতে পারবে এবং গ্যাস সরবরাহের বিষয়ে দ্রুত উদ্যোগ নেবে। গ্যাস সংযোগের বিষয়টি শুধু জাপান-বাংলাদেশ অংশীদারিত্ব শক্তিশালী করার ক্ষেত্রে সরকারের প্রতিশ্রুতি নয় বরং বাংলাদেশে জাপানি বিনিয়োগকারীদের আস্থার উপরেও প্রভাব ফেলবে বলে মনে করছে জাইকা। ২৩ সেপ্টেম্বর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে এই চিঠি পাঠায় জাইকার কেনেচি তোমিওসি। চিঠিতে জাইকা জানায়, কাফকো বাংলাদেশ-জাপান সহায়তার ভিত্তিতে নেওয়া একটি প্রকল্প যেখানে জাপানি উন্নয়ন সহায়তা (ওডিএ) দেওয়া হয়েছে। বাংলাদেশের অন্যতম ইউরিয়া সার উৎপাদন কারখানা এটি। কাফকোর শেয়ার হোল্ডার হিসেবে বাংলাদেশ গ্যাস দিতে প্রতিশ্রুতিবদ্ধ। জ্বালানি বিভাগের সূত্রগুলো জানায়, গ্যাসের সরবরাহ কম থাকার কারণেই সার কারখানাগুলোতে আপাতত গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহ বাড়লে কাফকোতেও গ্যাস দেওয়া হবে। তবে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়ার পেছনে অন্য কারণ রয়েছে বলে জানিয়েছে কারখানাটির অন্যতম শেয়ারহোল্ডার বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন বিসিআইসি। নাম প্রকাশে অনিচ্ছুক বিসিআইসির এক কর্মকর্তা জানান, চুক্তি অনুযায়ী কারখানাটিতে উৎপাদিত সব সার আন্তর্জাতিক বাজার দর অনুসারে সরকার কিনে নেয়। এরপরও কাফকো চলতি বছর প্রায় ৩২ হাজার মেট্রিক টন ইউরিয়া বিদেশে রপ্তানি করে। বিষয়টি ধরা পড়ার পর এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি কমিটি সরকারের কাছে একটি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে। সরকারের অনুমতি না নিয়ে সার রপ্তানির কারণেই প্রশাসনিক ব্যবস্থা হিসেবে কাফকোর গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে বলে জানান ওই কর্মকর্তা। প্রসঙ্গত, চট্টগ্রামের কর্ণফুলী নদীর তীরে প্রায় একশ একর সম্পত্তি নিয়ে গড়ে ওঠা সার কারখানাটি বাংলাদেশ, জাপান, ডেনমার্ক এবং নেদারল্যান্ডসের বিনিয়োগে গড়ে তোলা হয়েছে। বাংলাদেশ সরকারের পক্ষে শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন বিসিআইসি প্রতিষ্ঠানটির শেয়ারহোল্ডার।

সর্বশেষ খবর