শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে রুয়েট বন্ধ

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় এক সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সকালে বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিলের জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। রুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এন এইচ এম কামরুজ্জামান বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘পর পর দুই দিন ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। এর পরিপ্রেক্ষিতে রুয়েট উপাচার্য রফিকুল আলম বেগের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে রুয়েট এক সপ্তাহ ছুটি ঘোষণা করা হয়েছে। এ সময় হলগুলো বন্ধ থাকবে। আজ বিকাল ৩টার মধ্যে সবাইকে হল ত্যাগের নোটিস দেওয়া হয়েছে এবং ১৮ নভেম্বর সকাল ৯টায় হলগুলো খুলে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রুয়েট সূত্রে জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রুয়েট ছাত্রলীগ কর্মী তপু ও সাখাওয়াত গ্রুপের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। সম্প্রতি শহীদ আবদুল হামিদ ও শহীদ জিয়াউর রহমান হলে কয়েকটি ল্যাপটপ চুরির ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এর জের ধরে বৃহস্পতিবার রাত ১০টার দিকে শহীদ আবদুল হামিদ হলে দুই গ্রুপের কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাসুম রায়হান নামে এক ছাত্রলীগ কর্মী আহত হন। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, ‘বৃহস্পতিবার রাতে রুয়েট ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।

সর্বশেষ খবর