শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

গোবিন্দগঞ্জ যাচ্ছে আওয়ামী লীগের প্রতিনিধি দল

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জে সাঁওতালদের ওপর হামলায় কারা জড়িত তা ক্ষতিয়ে দেখার জন্য আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল যাচ্ছে। আগামীকাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক টিপু মুন্সী, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী ও কেন্দ্রীয় সদস্য রেমন্ড আরেং ঘটনাস্থলে যাবেন। গতকাল দলের এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে। ১৩ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশ নিয়ে বিভিন্ন বক্তব্যের জবাবে ধানমন্ডিতে দলের সভানেত্রীর কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, মেট্রোপলিটন পুলিশের কাছে আবেদন করা চিঠিতে বিএনপি সমাবেশের জন্য সোহরাওয়ার্দী উদ্যান ও ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের কথা উল্লেখ করেছে। সে অনুযায়ী পুলিশ ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সমাবেশের অনুমতি দেয়। কিন্তু বিএনপি থেকে বলা হচ্ছে, তারা যেখানে সমাবেশ করতে চায় সেখানে তাদের দেওয়া হচ্ছে না। এদেশের মিথ্যাচারের যে বড় তালিকা আছে এতে আরেকটি মিথ্যাচার যুক্ত হলো।

গণমাধ্যমকে দেওয়া খালেদা জিয়ার সাক্ষাৎকারের জবাবে আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া দাবি করেছেন দেশে ভোটাধিকার নেই, গণমাধ্যমের স্বাধীনতা নেই। কিন্তু আমি বলব, গণমাধ্যমের স্বাধীনতা পৃথিবীর যে কোনো দেশের চেয়ে বাংলাদেশের অবস্থান ভালো।

এ সময় উপস্থিত ছিলেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহমান, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বি এম মোজাম্মেল, দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, শিক্ষাবিষয়ক সম্পাদক শামসুন্নাহার চাপা, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী প্রমুখ।

সর্বশেষ খবর