শনিবার, ১২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল

রাঙামাটি প্রতিনিধি

রাজবন বিহারে পুণ্যার্থীর ঢল

রাঙামাটির রাজবন বিহারে দুই দিনব্যাপী ৪৩তম কঠিন চীবরদান উৎসবের শেষ দিনে গতকাল পুণ্যার্থীর ঢল নেমেছিল। বিকাল ৩টায় মহাদানযজ্ঞ সম্পাদনের মধ্য দিয়ে এ মহোৎসব শেষ হয়।

সাধু! সাধু! সাধু! ধ্বনিতে লাখো পুণ্যার্থী এদিন শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহোৎসব পালন করেন। এ উপলক্ষে রাজবন বিহারে বসে লাখো মানুষের মিলনমেলা। ৩২ একর বিস্তৃত বিহার এলাকা পরিণত হয় লোকারণ্যে। ধর্ম-বর্ণ-সম্প্রদায়নির্বিশেষে মানুষ এ অনুষ্ঠানে অংশ নেন। সরেজমিনে দেখা যায়, রাজপথ থেকে সমগ্র রাজবন বিহার এলাকায় তিল ধারণের জায়গা ছিল না। এদিন দুপুর ২টায় রাজবন বিহার মাঠে আয়োজিত ধর্মীয় অনুষ্ঠানে পুণ্যার্থীদের উদ্দেশে দেশনা দেন রাজবন বিহারের আবাসিক প্রধান প্রজ্ঞালঙ্কার মহাস্থবিরসহ শীর্ষ বৌদ্ধ ভিক্ষুরা। পঞ্চশীল প্রার্থনা করেন রাঙামাটি রাজবন বিহারের প্রধান পৃষ্ঠপোষক চাকমা সার্কেল চিফ রাজা ব্যারিস্টার দেবাশীষ রায়। স্বাগত বক্তব্য দেন রাজবন বিহার উপাসক-উপাসিকা পরিষদের সিনিয়র সহ-সভাপতি গৌতম দেওয়ান। এ সময় পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের সচিব নব বিক্রম কিশোর ত্রিপুরা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, রাঙামাটি সদর জোন ভারপ্রাপ্ত কমান্ডার মেজর মোহাম্মদ নাইমুল হাসান খান উপস্থিত ছিলেন। পরে পরিনির্বাণগত বনভান্তের উদ্দেশে ২৪ ঘণ্টার মধ্যে তৈরি করা চীবর ভিক্ষু সংঘের হাতে তুলে দেন দেবাশীষ রায়।

সর্বশেষ খবর