বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আজ মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী

নিজস্ব প্রতিবেদক

আজ মওলানা ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬ সালের এই দিনে ৯৬ বছর বয়সে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেন। মওলানা ভাসানী দেশের নিপীড়িত ও নির্যাতিত মানুষের মুক্তির জন্য সারা জীবন আন্দোলন ও সংগ্রাম করেছেন। তিনি ছিলেন সামন্তবাদ, সাম্রাজ্যবাদ ও পুঁজিবাদের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় তার ভূমিকা ছিল প্রশংসনীয়। দিবসটি পালনে বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। মওলানা ভাসানীর প্রতি গভীর শ্রদ্ধা এবং তার রুহের মাগফিরাত কামনা করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাণী দিয়েছেন। দলটি দুই দিনব্যাপী কর্মসূচিও পালন করছে। গতকাল সকালে জাতীয় প্রেসক্লাবে এ উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। আজ সকালে দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল টাঙ্গাইলে ভাসানীর জন্মভূমি সন্তোষে যাবে। টাঙ্গাইল জেলা বিএনপি ও মওলানা ভাসানী মৃত্যুবার্ষিকী পালন জাতীয় কমিটির যৌথ উদ্যোগে ভাসানীর মাজার প্রাঙ্গণে আলোচনা সভার আয়োজন করেছে। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি আজ সকাল সাড়ে ১০টায় ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনে এক স্মরণসভার আয়োজন করেছে। এ ছাড়া ভাসানী অনুসারী পরিষদ তিন দিনব্যাপী কর্মসূচি পালন করছে। গতকাল টাঙ্গাইল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আজ মওলানা ভাসানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন সংগঠনের নেতা-কর্মীরা। আগামী ২৫ নভেম্বর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তম, আ স ম আবদুর রবসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেবেন।

আজ সকাল সাড়ে ১০টায় ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) জাতীয় প্রেসক্লাবের সামনে স্মরণসভার আয়োজন করেছে। মওলানা আবদুল হামিদ খান ভাসানী পরিষদ মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন ছাড়াও আজ বিকালে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ফ্রন্ট (বিএনএফ) আজ বিকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভার আয়োজন করেছে।

সর্বশেষ খবর