শুক্রবার, ১৮ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

আলোচনায় ট্রাম্পের পররাষ্ট্রমন্ত্রী কে?

প্রতিদিন ডেস্ক

যুক্তরাষ্ট্রের মন্ত্রিসভায় প্রেসিডেন্টের পরই প্রভাবশালী পদ পররাষ্ট্রমন্ত্রী। তাই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পররাষ্ট্রমন্ত্রী হিসেবে কাকে বেছে নেবেন, তা নিয়ে নানা আলোচনা চলছে। একেকটি গণমাধ্যম এই পদে নানা জনের নাম বলছে। এ নিয়ে অন্তর্বর্তীকালীন কমিটি প্রাথমিক কাজও শুরু করেছে। অবশ্য ট্রাম্প জানিয়ে দিয়েছেন, মন্ত্রিসভায় কে থাকবেন না থাকবেন, তা শুধু তিনিই জানেন। এদিকে টাইমস অব ইন্ডিয়া অনলাইন গতকাল জানিয়েছে, গতকালই ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান নিক্কি হালেই। সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের দুই দফার এই গভর্নরকে ট্রাম্পের মন্ত্রিসভায় বিবেচনা করা হচ্ছে। এমনকি তাকে পররাষ্ট্রমন্ত্রীর পদও দেওয়া হতে পারে। ট্রাম্পের ‘অন্তর্বর্তী দল’ এমনটাই জানিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আলোচনায় নিউইয়র্কের সাবেক মেয়র ও বিতর্কিত ব্যক্তি রুডলফ জুলিয়ানিও আছেন বলে জানা গেছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময় জাতিসংঘে যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনকারী জন বোল্টনও একই পদে আগ্রহী বলে খবর বেরিয়েছে। জুলিয়ানির মতো বোল্টনও বিতর্কিত। তাদের নাম আনুষ্ঠানিকভাবে প্রস্তাব করার আগেই বিভিন্ন মহল থেকে উভয়ের ব্যাপারে প্রবল আপত্তি উঠেছে। মার্কিন বিভিন্ন গণমাধ্যম ইঙ্গিত দিয়েছে, গতকালই ট্রাম্প তার মন্ত্রিপরিষদ নিয়ে আভাস দিয়েছেন। ট্রাম্পের সঙ্গে গতকাল আরও সাক্ষাতের কথা ছিল সাবেক পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার, অবসরপ্রাপ্ত জেনারেল জ্যাক কেইন, অ্যাডমিরাল মাইক রজার্স ও কেন ব্ল্যাকওয়েলের। সাউথ ক্যারোলাইনায় ট্রাম্পের এক ঘনিষ্ঠ সহযোগী বলেছেন, নতুন মন্ত্রিসভায় নিক্কি বিবেচিত হচ্ছেন। তার জন্য পররাষ্ট্রমন্ত্রীর পদও ভাবা হচ্ছে। রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের সময় ফ্লোরিডার সিনেটর মার্কো রুবিওকে সমর্থন দিয়েছিলেন নিক্কি। একসময় তিনি ট্রাম্পের সমালোচকও ছিলেন। তবে প্রেসিডেন্ট নির্বাচনের আগে ট্রাম্পকে সমর্থন দেন নিক্কি। নির্বাচনে ট্রাম্পকেই ভোট দেবেন বলে জানিয়ে দেন তিনি।

সর্বশেষ খবর