শিরোনাম
মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০১৬ ০০:০০ টা

পাবনায় অস্ত্র তৈরির কারখানা বিপুল সরঞ্জামাদি উদ্ধার

পাবনা প্রতিনিধি

পাবনায় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। ওই কারখানা থেকে প্রায় ৫০টি অসম্পূর্ণ রিভলভার ও অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জামাদিসহ একজনকে আটক করেছে পুলিশ। গতকাল দুপুর সাড়ে ১২ টার দিকে পাবনা সদরের হেমায়েতপুর ইউনিয়নের গাফুরাবাদ গ্রামে এই অস্ত্রের কারখানার সন্ধান মেলে। আটককৃত ব্যক্তি ওই গ্রামের শাহজাহান মল্লিকের ছেলে রেজাউল করিম (৩৮)। দুপুর একটার দিকে পাবনা পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার জিহাদুল কবির এই তথ্য জানান। সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, পাবনা গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারেন পাবনা সদর উপজেলার গাফুরাবাদ গ্রামের একটি বাড়িতে অস্ত্র তৈরি হচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে সোমবার দুপুর ১২ টার দিকে পুলিশ সদস্যরা সেই বাড়িটি ঘিরে রাখে। পরে সেখানে অভিযান চালিয়ে অস্ত্র তৈরি করা অবস্থায় রেজাউল করিমকে আটক করা হয়। এ সময়  প্রায় ৫০টি অর্ধ সম্পূর্ণ রিভলভার, লেদ মেশিন, টুল বক্সসহ বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামাদি জব্দ করা হয়। সংবাদ সম্মেলনে আটককৃত রেজাউল করিম জানান, ২০১০ সলে মালয়েশিয়া থেকে ফিরে এসে ভারত থেকে একটি অস্ত্রের নমুনা সংগ্রহ করেন। তারপর সেই নমুনা মোতাবেক এই অস্ত্রগুলো তৈরি করেছেন। পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, সে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে অস্ত্র তৈরি করে আসছিল। পার্শ্ববর্তী জেলার লোকজন পাবনা থেকে অস্ত্র ক্রয় করে নিয়ে যায়। সে মূলত পেশাদার অস্ত্র তৈরির কারিগর।

 তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হবে বলেও জানান তিনি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর