মঙ্গলবার, ১৩ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন

আইভীর নতুন ভিশন, সেতু বানাবেন সাখাওয়াত

রোমান চৌধুরী সুমন ও এম এম শাহীন, নারায়ণগঞ্জ থেকে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন দুই হেভিওয়েট মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ও অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। প্রধান দুই প্রতিদ্বন্দ্বী নির্বাচনী ইশতেহার ঘোষণা না করলেও নির্বাচিত হলে কী কী করবেন এর রূপরেখা ভোটারদের জানাচ্ছেন। উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রাখতে নৌকা প্রতীকের প্রার্থী আইভী তার নতুন ভিশন ঘোষণা করেছেন। অন্যদিকে শীতলক্ষ্যা সেতু নির্মাণসহ নগর উন্নয়নের প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী সাখাওয়াত হোসেন। খোঁজ নিয়ে জানা গেছে, আইভী তার অতীত কার্যক্রমের ফিরিস্তি ও ভবিষ্যৎ নগর পরিকল্পনায় ছয় পাতার একটি বুকলেট তৈরি করেছেন। সেখানে দুই মেয়াদে পরিকল্পনার কথা জানিয়েছেন তিনি। এর মধ্যে রয়েছে পাঁচ বছর মেয়াদি ১৫টি ও দীর্ঘমেয়াদি পাঁচটি উদ্যোগ। বুকলেটটি গতকাল পর্যন্ত প্রার্থীর পক্ষ থেকে বিতরণ করা না হলেও তা গণমাধ্যম কর্মীদের কাছে পৌঁছে যায়। বিএনপির প্রার্থী সাখাওয়াতের পক্ষ থেকেও দেওয়া হবে নির্বাচনী ইশতেহার। তা নিয়ে সংশ্লিষ্ট নেতারা কাজ করছেন। তবে মৌখিকভাবে ভোটারদের দ্বারে দ্বারে তিনি দিয়ে যাচ্ছেন নানা প্রতিশ্রুতি। আইভীর ছাপানো ছয় পাতার বুকলেটে দেখা যায়, ভবিষ্যৎ নগর উন্নয়ন পরিকল্পানায় ১৬টি উদ্যোগের মধ্যে রয়েছে ১. চলমান উন্নয়ন কর্মসূচি দ্রুত বাস্তবায়ন ২. সবুজ ও পরিকল্পিত নগর গড়ে তোলার জন্য মাস্টারপ্ল্যান মোতাবেক সড়ক উন্নয়ন, সমন্বিত ড্রেনেজ সিস্টেম, পয়োনিষ্কাশন, জলধারা সংরক্ষণ সংস্কারের ব্যবস্থা গ্রহণ ৩. বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করে কার্বনমুক্ত, পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তোলা ৪. স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি ক্লিনিক, নগর হাসপাতাল এবং অ্যাম্বুলেন্স সার্ভিস চালু; পাশাপাশি স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করা ৫. সুপেয় পানি পানের জন্য পানি সরবরাহ ব্যবস্থা স্থাপন ৬. সিটি করপোরেশনের সব স্তরে সুশাসন সুনিশ্চিত করা ৭. তথ্যপ্রযুক্তি সেবার মাধ্যমে ডিজিটাল নগরী হিসেবে গড়ে তোলা ও নাসিকের নাগরিক সুবিধা সুনিশ্চিত করার লক্ষ্যে তথ্যপ্রযুক্তি উন্নয়ন সাধনের মাধ্যমে সব কাজ অটোমেশন করা এবং তিনটি অঞ্চলে ওয়ান স্টপ সার্ভিস চালু ৮. দারিদ্র্য বিমোচনে ক্ষুদ্র ঋণ কর্মসূচির পরিধি সম্প্রসারণ ৯. নাসিকের হতদরিদ্র পরিচ্ছন্নতা কর্মীদের জন্য স্বল্প ব্যয়ে আবাসন ব্যবস্থা চালু ১০. নতুন বাস টার্মিনাল, ট্রাক টার্মিনাল নির্মাণসহ সিটি সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া ১১. এনসিসির আয় বৃদ্ধির জন্য নিজস্ব ভূমিতে মার্কেট ও ফ্ল্যাট নির্মাণ এবং কাঁচাবাজারসমূহের উন্নয়ন ১২. কবরস্থান ও শ্মশানের উন্নয়ন ১৩. হেরিটেজ পার্কসহ বিনোদনের জন্য শিশু পার্ক নির্মাণ ১৪. ঐতিহাসিক স্থানসমূহ সংরক্ষণের উদ্যোগ নেওয়া ১৫. নারীর ক্ষমতায়নের জন্য শিক্ষা ও কর্মসংস্থানের ব্যবস্থা নেওয়া ১৬. শীতলক্ষ্যা নদীর পানি দূষণমুক্ত রাখার জন্য কার্যক্রম গ্রহণ। দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাঁচটি উদ্যোগের মধ্যে রয়েছে— ১. সুয়ারেজ সিস্টেম স্থাপনকরণ এবং ড্রেনেজ সিস্টেমের অধিক উন্নতিকরণ ২. শীতলক্ষ্যা নদীর দুই পারে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-মুন্সীগঞ্জ মহাসড়কের সঙ্গে সংযোগ স্থাপনকারী সার্কুলার রোড নির্মাণ ৩. সুপেয় পানি পানের জন্য পানি শোধনাগার নির্মাণ ৪. নারায়ণগঞ্জকে মেট্রোরেলের সঙ্গে সংযুক্ত করে ট্রাফিক ব্যবস্থার উন্নয়ন সাধনপূর্বক যানজটমুক্ত নগরী গড়তে সহায়তা ৫. নগরীর শিক্ষার উন্নয়নে আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান নির্মাণ। এদিকে বিভিন্ন এলাকায় গিয়ে বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ভোটারদের কাছে মৌখিকভাবে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন। নাগরিকের সুবিধার্থে হোল্ডিং ট্যাক্স কমানো, শীতলক্ষ্যা সেতু নির্মাণ, মাদক ব্যবসা নির্মূল, সন্ত্রাস প্রতিরোধ, ঘরে ঘরে গরিবের জন্য শিক্ষার আলো ছড়ানোর প্রতিশ্রুতিও রয়েছে। রয়েছে নাসিকের প্রতিটি এলাকায় সমপরিমাণ উন্নয়ন, বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা, সামর্থ্যহীন নারীদের জন্য বিনামূল্যে মাতৃত্বকালীন চিকিৎসার জন্য ফ্রি হাসপাতাল নির্মাণ, ২৭টি ওয়ার্ডে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থা, রয়েছে যাতায়াত ব্যবস্থার উন্নয়নের কথা। এ ছাড়া মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ, দেশব্যাপী স্ব্বনামধন্য প্রাইভেট ইউনাভার্সিটির শাখা নারায়ণগঞ্জে নিয়ে আসা, প্রতিটি ওয়ার্ডে বিশুদ্ধ পানির ব্যবস্থা, রাস্তায় রাতে বাতি জ্বালানো, শহরে যানজট দূরীকরণ, জলাবদ্ধতা নিষ্কাশন, শহর ধুলাবালিমুক্ত করে পরিচ্ছন্ন নগরীতে পরিণত করা, ময়লার জন্য ড্যাম্পিং স্টেশন নির্মাণ, ওয়ার্ডে ওয়ার্ডে খেলার মাঠগুলো রক্ষা, শীতলক্ষ্যার পানিদূষণ রোধ, নদী পারাপারে বন্দর ও শহরের নাগরিকদের জন্য উন্নতমানের নৌযানের ব্যবস্থা।

সর্বশেষ খবর