রবিবার, ২৫ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

‘সৃজনশীল অনুশীলনমূলক বই নোট-গাইড নয়’

নিজস্ব প্রতিবেদক

‘শিক্ষাব্যবস্থার আধুনিকায়নের লক্ষ্যে‘শিক্ষা আইন, ২০১৬’ প্রণয়নের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। এজন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। আমরা বলতে চাই, সৃজনশীল অনুশীলনমূলক বই নোট-গাইড নয়। আমরাও নোট-গাইড বইয়ের বিপক্ষে। নোট-গাইডের সংজ্ঞা নির্দিষ্ট করে এর বিরুদ্ধে শাস্তির বিধান রাখতে হবে।’ গতকাল জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির নেতারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সহ-সভাপতি শরীফুল আলম। উপস্থিত ছিলেন সমিতির সভাপতি সালাউদ্দিন, জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সাধারণ সম্পাদক কামরুল হাসান শায়ক, বাপুস শিক্ষা ও আইন সম্পাদক শ্যামল পাল, মুদ্রণ শিল্প সমিতির সিনিয়র সহ-সভাপতি শামসুল ইসলাম বাহার, পরিচালক এস এম লুত্ফর রহমান প্রমুখ। বক্তারা বলেন, ‘প্রকাশকদের সৃজনশীল অনুশীলনমূলক সহায়ক গ্রন্থ প্রকাশে এনসিটিবির অনুমোদনের বাধ্যবাধকতাসহ নানা প্রতিবন্ধকতা রেখেই শিক্ষা আইন চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। আমরা এর প্রতিবাদ জানাই। প্রস্তাবিত আইনের কয়েকটি উপধারা প্রকাশনা শিল্পের অস্তিত্বের জন্য মারাত্মক হুমকি। আমরা এটি সংশোধনের দাবি জানাই।’ এসব দাবি আদায়ে তিন দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দিয়েছেন সমিতির নেতারা। সারা দেশের সব জেলায় পুস্তক ব্যবসায়ীরা বইয়ের দোকান বন্ধ রেখে একযোগে মানববন্ধন করবেন বলে জানানো হয় সংবাদ সম্মেলনে। মঙ্গল ও বুধবার টানা দুই দিন সারা দেশের সব বইয়ের দোকান বন্ধ থাকবে। এর পরও দাবি মেনে না নিলে কঠোর কর্মসূচি ঘোষণার হুমকি দেন সমিতির নেতারা। প্রস্তাবিত শিক্ষা আইনে যেসব শিক্ষাবিদ, বৃদ্ধিজীবী সৃজনশীল অনুশীলনমূলক বইয়ের বিরোধিতা করছেন, তারা সমালোচনা বন্ধ না করলে তাদের লেখা বই প্রকাশ, ক্রয়-বিক্রয় ও সংরক্ষণ বন্ধ করে দেবে প্রকাশনা সমিতি। সংবাদ সম্মেলন থেকে এমন হুমকিও দেওয়া হয়।

সর্বশেষ খবর