সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

শ্রমিক বিক্ষোভে বন্ধ কারখানা খুলছে

নিজস্ব প্রতিবেদক

শ্রমিক আন্দোলনের মুখে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়া আশুলিয়ার সব পোশাক কারখানা আজ থেকে খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিজিএমইএ। সেই সঙ্গে আজ সকাল থেকে সব শ্রমিককে কাজে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন বিজিএমএইর সভাপতি সিদ্দিকুর রহমান। গতকাল সন্ধ্যায় বিজিএমইএ ভবনে এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মো. নাসের, সাবেক সভাপতি আনোয়ার-উল ইসলাম চৌধুরী পারভেজ, আব্দুস সালাম মুর্শেদী। বিজিএমইএ সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে এবং শ্রমিকদের অনুরোধে সার্বিক অর্থনৈতিক দিক বিবেচনা করে আমরা আশুলিয়ার যেসব কারখানা শ্রম আইনের ১৩(১)  ধারায় বন্ধ হয়েছে সেসব কারখানার মালিকদের কারখানা খুলে দিতে অনুরোধ করেছি। শ্রমিকদের মজুরি প্রসঙ্গে তিনি বলেন, এ বিষয়ে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গতকাল বন্ধ হওয়া কারখানার মালিকদের সঙ্গে দুপুরে জরুরি বৈঠক করেন বিজিএমইএ সভাপতি ও পরিচালকরা। সভায় বন্ধ থাকা সব কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত হয় বলে জানা যায়। জানা যায়, মজুরি বৃদ্ধির দাবি, কোন কারণ ছাড়াই শ্রমিক ছাঁটাই না করাসহ ১১ দফা দাবিতে ১১ ডিসেম্বর থেকে আন্দোলন করছেন শ্রমিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে ২০ ডিসেম্বর ৫৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হয়। পরের দিন আরও চারটি কারখানা বন্ধ করা হয়। কারখানার মালিকরা দাবি করছেন, শ্রমিক অসন্তোষের কারণে প্রতিদিন গড়ে প্রায় ৮০ কোটি টাকা ক্ষতির সম্মুখীন হচ্ছেন তারা। সে হিসাবে, ১৫ দিনে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকার ক্ষতি হয়েছে এ শিল্পে। শিল্প ও শ্রমিকের স্বার্থের দিকে খেয়াল রেখেই আজ ২৬ ডিসেম্বর সোমবার থেকে কারখানা খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মালিকপক্ষ।

আরও ৯৬ শ্রমিক বরখাস্ত : আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগে গতকাল হা-মীম গ্রুপের ৯৬ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। গতকাল সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় হা-মীম গ্রুপের দ্য ইট স্পোর্টস ওয়্যার, প্রিন্টিং এমব্রয়ডারি এ্যাপারেলস, রিফাত গার্মেন্ট ও এক্সপ্রেস ওয়াশিং অ্যান্ড ডায়িং কারখানার প্রধান ফটকের বাইরে বরখাস্তের নোটিস টাঙ্গিয়ে দেয় কর্তৃপক্ষ। কারখানা কর্তৃপক্ষ জানায়, বরখাস্তকৃত ৯৬ জন শ্রমিক কারখানার অন্যান্য শ্রমিকদের আন্দোলনে নামার জন্য উস্কানি দেয়। পরবর্তীতে শ্রমিকদের টানা আন্দোলনের মুখে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধ ঘোষণা করতে বাধ্য হয়। শিল্প পুলিশ-১ এর পরিচালক মোস্তাফিজুর রহমান শ্রমিক বরখাস্তের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আশুলিয়ায় উইন্ডি গ্রুপের ১২১ জন এবং ফাউন্টেইন কারখানার ১৩৫ জন শ্রমিক বরখাস্ত করা হয়।

সর্বশেষ খবর