সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা

আসছে হজে সরকারি প্যাকেজ হচ্ছে একটি

মোস্তফা কাজল

আসছে হজে সরকারি প্যাকেজ হবে একটি। ফলে আগামী হজ মৌসুমে সরকারিভাবে ‘এ’ ও ‘বি’ ক্যাটাগরির বিগত বছরগুলোর মতো পৃথক কোনো প্যাকেজ থাকছে না। ধর্ম মন্ত্রণালয় ২০১৭ সালে একটি মাত্র প্যাকেজে হজযাত্রী পাঠানোর প্রক্রিয়া শুরু করবে। আগামী ১০ জানুয়ারি ২০১৭ সালের সরকারি হজ প্যাকেজ ঘোষণা করবে ধর্ম মন্ত্রণালয়। পরদিন বেসরকারি হজ এজেন্সিস-হাব তাদের প্যাকেজ ঘোষণা করার প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে। এ ছাড়া আগামী ১৫ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ২০১৭ সালের পবিত্র হজ পালনে ইচ্ছুকদের নাম নিবন্ধন কার্যক্রম। গত বছরের হজ পালনের অভিজ্ঞতা, হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)-সহ সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের সুপারিশ ও দাবির পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত ঘোষণার সবকিছু চূড়ান্ত করেছে ধর্ম মন্ত্রণালয়। এ ছাড়াও কয়েক দিন আগে উচ্চ আদালত থেকে হজ ফ্লাইটের বাধ্যবাধকতা উঠে যাওয়ায় জটিলতা দূর হয়েছে। সরকারিভাবে একটি প্যাকেজ ঘোষণাসহ চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. হাফিজ উদ্দিনকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে হাব নেতারাসহ সংশ্লিষ্ট সংগঠনের  নেতাদের অন্তর্ভুক্ত করা হয়েছে। জানতে চাইলে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুল জলিল বাংলাদেশ প্রতিদিনকে উদ্যোগ নেওয়ার কথা স্বীকার করে বলেন, পৃথক দুটি প্যাকেজের পরিবর্তে সরকারিভাবে একটি প্যাকেজ ঘোষণার চিন্তাভাবনা চলছে। এ লক্ষ্যে কমিটিও গঠিত হয়েছে। একটিমাত্র প্যাকেজ ঘোষণার নেপথ্য কারণ জানতে চাইলে তিনি বলেন, ‘এ’ ও ‘বি’ দুই ক্যাটাগরির হজ প্যাকেজে টাকার পার্থক্য প্রায় ৪০ হাজার। মূলত কাবা শরিফের কাছাকাছি বাড়ি ভাড়া করার জন্য দুটি প্যাকেজ করা হয়। কিন্তু কাবা শরিফের সংস্কারজনিত কারণে শুধুমাত্র মক্কা সংলগ্ন পাঁচ তারকা হোটেল ছাড়া কাছাকাছি যে বাড়ি ভাড়া পাওয়া যায় তা অনেক পুরনো ও তেমন উন্নত নয়। ফলে এ প্যাকেজের আওতায় যে সব হাজী গিয়েছেন তারা সন্তুষ্ট হতে পারেননি। অন্যদিকে বি ক্যাটাগরির প্যাকেজে যারা গিয়েছেন তারা দূরবর্তী স্থানে অবস্থান করলেও তাদের ভাড়া বাড়ির মান উন্নত ছিল।

সর্বশেষ খবর