শিরোনাম
বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
২০১৬ সালতামামি

আস্থাহীনতাই মূল সংকট : আবু আহমেদ

নিজস্ব প্রতিবেদক

আস্থাহীনতাই মূল সংকট  : আবু আহমেদ

বিশিষ্ট অর্থনীতিবিদ ও শেয়ারবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেছেন, শেয়ারবাজারে এমন থাকলে এর প্রতি আস্থা কখনোই ফিরবে না। বাজারে বহুজাতিক কোম্পানি, বৃহৎ মূলধনী কোম্পানি নিয়ে আসতে হবে। সেজন্য যা করণীয় সেগুলো গুরুত্বের সঙ্গে করতে হবে। গত এক বছরে কয়টি ভালো প্রতিষ্ঠান এসেছে? যেগুলো এসেছে এর বেশিরভাগই জাঙ্ক, জালিয়াতি প্রতিষ্ঠান। বাজার থেকে টাকা তুলে নিয়ে চলে যায়। যার ভুক্তভোগী হয় সাধারণ বিনিয়োগকারীরা। যারা বাজারে এই পদ্ধতি কিছুই বুঝতে পারে না। তিনি বলেন, এ বছরও জালিয়াতির ঘটনা একাধিক ঘটেছে। সেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে এসইসি তেমন কিছুই করতে পারেনি। শেয়ার নিয়ে জালিয়াতির প্রমাণ পেলেই বাজারে তাকে নিষিদ্ধ করা উচিত। কিন্তু দেখা যায় যেখানে এক কোটি টাকা জালিয়াতি করে হাতিয়ে নিয়েছে; সেখানে দুই লাখ টাকা জরিমানা করেছে এসইসি। তাতে তো কোনো ক্ষতি হলো না ওই সিন্ডিকেটের। তারা আবারও একই কাজ করে। জেড ক্যাটাগরির শেয়ার দুইগুণ, তিনগুণ দর বাড়ে এক সপ্তাহ, দুই সপ্তাহে। এটা কীভাবে সম্ভব? এসইসি কি করতে পারছে? আবু আহমেদ বলেন, বছরের পর বছর ধরে শেয়ারবাজারে মিউচুয়াল ফান্ড খুব খারাপ অবস্থায় আছে। মিউচুয়াল ফান্ড নিয়ে এসইসির কোনো উদ্যোগই নেই। ফান্ডের পরিস্থিতির উন্নতি না হলে শেয়ারবাজারের উন্নতি হবে না। এজন্য কার্যকর ভূমিকা নিতে হবে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর