শিরোনাম
বুধবার, ২৮ ডিসেম্বর, ২০১৬ ০০:০০ টা
নাসিরনগরে হামলা

আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘর, মন্দির ও স্থাপনায় হামলা ও ভাঙচুরের ঘটনায় প্রভাবশালী আওয়ামী লীগ নেতা আবদুল আহাদকে গ্রেফতার করেছে পুলিশ। আবদুল আহাদ সাবেক সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সম্পাদক। গতকাল সন্ধ্যায় তাকে উপজেলা সদরের ঘোষপাড়ার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। নাসিরনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর জানান, মন্দির ও হিন্দুদের বাড়িঘরে ভাঙচুরের ঘটনায় আবদুল আহাদের সম্পৃক্ততা ছিল বলে প্রমাণ রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেফতার করা হয়েছে। হামলার ঘটনায় পুলিশের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। জয়েন্ট ইন্টারোগেশন সেলে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। ৩০ অক্টোবর নাসিরনগরে রসরাজ নামক এক হিন্দু যুবক তার ফেসবুক আইডিতে পবিত্র কাবা শরিফের ওপর শিবমূর্তি বসিয়ে ছবি পোস্ট করে। ওই ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী হিন্দুদের বাড়িঘর, মন্দির ও স্থাপনায় তাণ্ডব চালায়। পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগ নেতা আবদুল আহাদের ইন্ধনেই এসব ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় একটি জিডিসহ আটটি মামলা হয়েছে। এসব মামলায় এ পর্যন্ত ১০৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর