সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উন্নয়ন আগে গণতন্ত্র পরে নয়

—অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী

উন্নয়ন আগে  গণতন্ত্র পরে নয়

‘উন্নয়ন আগে, গণতন্ত্র পরে’ তা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সমর্থন করে না বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী। তিনি আরও বলেছেন, গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক দল ও ব্যক্তির সহযোগিতামূলক হওয়া প্রয়োজন।

গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে নতুন বছরে নিজের প্রত্যাশার কথা তুলে ধরে তিনি আরও বলেন, গণতান্ত্রিক সমাজ চাই। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ চাই। দুর্নীতিমুক্ত ও অর্থনৈতিকভাবে উন্নত বাংলাদেশ চাই। মধ্যআয়ের দেশ চাই।

অধ্যাপক ড. নুরুল আমিন বেপারীর মতে, দেশে গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠিত না হলে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে আমরা বাংলাদেশ সফল হব না। সাম্প্রতিকালে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর পুলিশ সমর্থিত আক্রোমণ সমর্থনযোগ্য নয়। বিরোধী দল এ বিষয়গুলো জনগণের সামনে তুলে ধরতে পারছে না। আর উন্নয়ন আগে গণতন্ত্র পরে, এমন ধারণা বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি সমর্থন করে না। আবার শক্তিশালী বিরোধী দল দেশে থাকলে ভুলত্রুটি তুলে ধরে সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করতে পারে। যা দেশের দীর্ঘমেয়াদি উন্নয়নে সহযোগিতামূলক।

সর্বশেষ খবর