সোমবার, ২ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

শুরু বাংলাদেশ-ভুটান বাণিজ্যিক যাত্রা

একধাপ এগিয়ে বাংলাবান্ধা

পঞ্চগড় প্রতিনিধি

ব্যবসা-বাণিজ্যে আরও এক ধাপ এগিয়ে গেল দেশের সর্ব উত্তরের স্থলবন্দর বাংলাবান্ধা। বছর শুরুর দিন গতকাল প্রথমবারের মতো বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভুটানের পাথর আমদানির মধ্য দিয়ে বাংলাদেশ-ভুটানের মধ্যে বাণিজ্যিক যাত্রা শুরু হয়েছে। এই স্থলবন্দরের আমদানি রপ্তানিকারকরা মনে করছেন ভুটানের সঙ্গে বাণিজ্য যাত্রা দুই দেশের সম্পর্ককে যেমন সুদৃঢ় করবে তেমনি অর্থনীতিতেও সফলতা আসবে।  জাতীয় রাজস্বখাতেও নতুন মাত্রা যোগ হবে। গতকাল দুপুরে ভুটানের বাণিজ্যিক প্রতিষ্ঠান মেসার্স রিজেন্ট এন্টারপ্রাইজের রপ্তানিকৃত পাথর ভর্তি দুটি ট্রাক স্থানীয় বাণিজ্যিক প্রতিষ্ঠান আঁখি অ্যান্ড অপু এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোজাফ্ফর হোসেন, শান এন্টারপ্রাইজের সিএন্ডএফ এজেন্ট সাইদুর রহমান, সিএন্ডএফ এজেন্ট শফিকুল ইসলাম, ভুটানের বাণিজ্যিক প্রতিষ্ঠান মেসার্স রিজেন্ট এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. মুন্না, ইন্দো ফয়েল প্রাইভেট লি. এর সিএন্ডএফ এজেন্ট মো. সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন। আমদানিকারক মোজাফ্ফর হোসেন জানান, ২০১৭ সালের প্রথম দিন ভুটান থেকে প্রথম ভাঙা পাথর আমদানিকারক হিসেবে আমি নিজেকে গর্বিত মনে করছি। এ ধরনের ব্যবসার সুযোগ সৃষ্টি করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা আবদুল লতিফ জানান, বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে এই প্রথম ভুটানের সঙ্গে বাণিজ্য শুরু হলো। এতে বাংলাদেশের রাজস্ব আয়সহ ব্যবসা-বাণিজ্যে সুযোগ সৃষ্টি হবে।

সর্বশেষ খবর