শিরোনাম
বুধবার, ৪ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

যৌতুক নির্যাতিতার বাড়িতে আগুন

নড়াইল প্রতিনিধি

নড়াইলের লোহাগড়ায় এড়েন্দা গ্রামের সেই আলোচিত নির্যাতিত ববিতা খানম (২৪)-এর বাড়ির খড়ের গাদায় পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

জানা গেছে, ২০১৫ সালের ৩০ এপ্রিল লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির এড়েন্দা গ্রামের ইসমাইল মোল্যার মেয়ে ববিতা খানমকে পার্শ্ববর্তী শালবরাত গ্রামে তার স্বামী ও শ্বশুর ছালাম শেখসহ ৭/৮ জন যৌতুকের টাকা না দেওয়ায় গাছে  বেঁধে মধ্যযুগীয় কায়দায় মারপিট করে। ওই ঘটনায় লোহাগড়া থানায় ২০১৫ সালের ৫ মে ববিতার মা খাদিজা বেগম বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে স্বামী-শশুরসহ ৭ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ববিতা ও তার মা খাদিজা বেগম বলেন, আসামিদের জামিনের বিরোধিতা করায় গত সোমবার গভীর রাতে আমাদের বাড়ির খড়ের গাদায় পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে আমাদের প্রাণে মেরে ফেলার চেষ্টা করে। লোহাগড়া থানার এসআই প্রবীর জানান, ‘রাতে ঘটনাস্থলে পৌঁছালে দেখি এলাকার লোকজন আগুন নেভাচ্ছে। ঘটনাস্থল থেকে পেট্রোলের বোতল উদ্ধার করেছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর