শনিবার, ৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

পাঠ্যবই ভুল নিয়ে তুলকালাম শোধরাতে কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক

পাঠ্যবইয়ের নানা ভুল নিয়ে তুলকালামের মধ্যে ভুলের কারণ খুঁজতে পর্যালোচনা কমিটি গঠন করেছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান অধ্যাপক নারায়ণচন্দ্র সাহা গতকাল এ তথ্য জানান। তিনি বলেন, কমিটি পাঠ্যবইয়ের ভুলগুলো চিহ্নিত করবে, একই সঙ্গে ভুলের কারণও খুঁজে বের করবে। পাঠ্যবইয়ের সব ভুলত্রুটি ঠিক করে সংশোধনী শিট শিক্ষার্থীদের দেওয়া হবে বলেও জানান তিনি। এনসিটিবির সদস্য (অর্থ) অধ্যাপক কাজী আবুল কালামকে আহ্বায়ক করে গঠিত তিন সদস্যের এ পর্যালোচনা কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রতি বছরই নতুন বই প্রকাশের পর পরিমার্জন করা হয় জানিয়ে এনসিটিবি চেয়ারম্যান বলেন, ‘বেশ কয়েকটি প্রক্রিয়ার মধ্য দিয়ে নতুন বই প্রকাশ করা হয়। এত কাজের মধ্যে কিছু ভুলত্রুটি হয়। সবার সাহায্য নিয়ে তা সংশোধন করব। ভুল কোন পর্যায় থেকে এসেছে তা বের করা হবে।’ ২০১২ সালে তৈরি করা নতুন কারিকুলাম অনুযায়ী ২০১৩  সালের প্রথম দিন নতুন বই হাতে পায় শিক্ষার্থীরা। সে সময়ও ভুলত্রুটি সংশোধন করা হয়েছিল জানিয়ে অধ্যাপক নারায়ণ বলেন, এখনো ওই কারিকুলামই আছে। তবে কোনো গল্প পরিবর্তন, ভুল থাকলে সেগুলো পরিবর্তন, অর্থাৎ পরিমার্জন করা হয়েছে। প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজারও জানিয়েছেন, পাঠ্যবইয়ের ভুল দ্রুত সংশোধন করতে এনসিটিবিকে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব কর্মকর্তার অবহেলায় পাঠ্যপুস্তকে ভুল হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মন্ত্রী। বছরের প্রথম দিন বই উৎসবের মাধ্যমে বিনামূল্যে ৪ কোটি ৩৩ লাখ ৫৩ হাজার ২০১ জন শিক্ষার্থীর হাতে এবার ৩৬ কোটি ২১ লাখ ৮২ হাজার বই ও শিক্ষা উপকরণ বিতরণ করে সরকার। পাঠ্যবইয়ে নানা ভুল-ভ্রান্তি, অপ্রাসঙ্গিক ছবি জুড়ে দেওয়ায় সমালোচনার মুখে পড়ে সরকারের বিনামূল্যে বই বিতরণ উৎসব। শিক্ষা-সংশ্লিষ্টরা বলছেন, বিনামূল্যে বই উৎসব নিঃসন্দেহে সরকারের একটি প্রশংসনীয় উদ্যোগ। কিন্তু নানা ভুল-ভ্রান্তি আর অবহেলার কারণে এ অর্জন ভেস্তে যেতে বসেছে। শিক্ষার্থীরা বছরের প্রথম দিন বই হাতে পেয়ে আনন্দিত হলেও ভুল-ভ্রান্তির কারণে তাদের মধ্যে হতাশা বিরাজ করছে। অভিভাবকরা বলছেন, বিনামূল্যে বই দিয়েছে সরকার কিন্তু সঠিক তদারকির অভাবে বাচ্চাদের হাতে ভুল পাঠ দেওয়া হচ্ছে। ভুল বইয়ের মাধ্যমে যদি শিক্ষার্থীদের পড়ানো হয় তবে তারা সারা জীবন ভুল শিখবে। এটা মেনে নেওয়া যায় না।

সর্বশেষ খবর