মঙ্গলবার, ১০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
মন্ত্রিসভার বৈঠক

গ্যাস লাইনের জন্য সাড়ে ১৩ হাজার গাছ কাটার অনুমোদন

নিজস্ব প্রতিবেদক

গ্যাসের সঞ্চালন লাইন টানার জন্য গাজীপুরে বন বিভাগের প্রায় সাড়ে ১৩ হাজার গাছ কাটার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। বিনিময়ে দ্বিগুণ গাছ লাগানোর নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা। গতকাল সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে গাছ কাটা সংক্রান্ত পরিবেশ ও বন মন্ত্রণালয়ের একটি প্রস্তাবে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সংবাদ ব্রিফিংয়ে বলেন, গাজীপুরের জয়দেবপুর মোড় থেকে শ্রীপুর পর্যন্ত তিন কিলোমিটার এলাকাজুড়ে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সঞ্চালন পাইপলাইন নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বন বিভাগের প্রাকৃতিক ও সৃজিত বনের উভয় ধরনের গাছ কাটা ও অপসারণের অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, এই সঞ্চালন লাইন স্থাপনের ফলে ১৩ হাজার ৩৫৬টি গাছ ও চারাগাছ কাটা পড়বে। এর মধ্যে বিক্রয়যোগ্য গাছের সংখ্যা ৪ হাজার ১১টি এবং বাকি ৯ হাজার ৩৪৫টি চারাগাছ। মন্ত্রিপরিষদ সচিব বলেন, গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের মতো জাতীয় স্বার্থে মন্ত্রিসভা গাছ কাটার এই সিদ্ধান্ত দিলেও তিতাসকে এর দ্বিগুণ পরিমাণ গাছ লাগাতে হবে। মন্ত্রিসভার সিদ্ধান্তে এটি স্পষ্ট করে বলা হয়েছে। তিনি বলেন, ২০২২ সাল পর্যন্ত এ ধরনের গাছ কাটার ওপর নিষেধাজ্ঞা রয়েছে। এ কারণে এই গাছ কাটতে অনুমোদনের জন্য মন্ত্রিসভায় প্রস্তাব আনা হয়। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, গাছ কাটা এড়িয়ে এই লাইন স্থাপন সম্ভব না। এ ছাড়া গতকালের বৈঠকে ব্যাটালিয়ন আনসার (সংশোধন) আইন ২০১৬-এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। মন্ত্রিপরিষদ সচিব জানান, এই আইনে তেমন কোনো পরিবর্তন হয়নি। শুধু আনসার সদস্যদের চাকরি স্থায়ী করার ক্ষেত্রে সময়সীমা কমিয়ে আনতেই আইনটি সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনটি পাস হলে আনসার সদস্যদের চাকরি ছয় বছরেই স্থায়ী হবে। বর্তমানে নয় বছর চাকরি করার পর আনসার সদস্যদের চাকরি স্থায়ী হয়। গতকালের বৈঠকে একাত্তরে পাকিস্তান সরকারের পক্ষ ছেড়ে মুক্তিযুদ্ধে যোগদানকারী, কূটনীতিক, সাবেক বিজ্ঞান ও তথ্য প্রযুক্তিমন্ত্রী মোস্তফা ফারুক মোহাম্মদের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করা হয়।

সর্বশেষ খবর