‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে শুরু হলো ‘পঞ্চদশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০১৭’। গতকাল বিকালে জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় জাদুঘরের মূল মিলনায়তন, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তন, আমেরিকান কালচারাল সেন্টার, বসুন্ধরার স্টার সিনেপ্লেক্সসহ ছয়টি ভেন্যুতে প্রদর্শিত হবে উৎসবের চলচ্চিত্রগুলো। বাংলাদেশসহ বিশ্বের ৬৭টি দেশের ১৮৮টি চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে এবারের উৎসবে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রদর্শিত হয় লেবানিস নির্মাতা মাই মাসরি পরিচালিত চলচ্চিত্র ‘থ্রি থাউজেন্ড নাইটস’। ইসরায়েলি কারাবন্দী ফিলিস্তিন এক নারী তিন হাজার রাতের নির্মমতা নিয়ে চলচ্চিত্রটি নির্মিত হয়েছে। ৮৯তম একাডেমি অ্যাওয়ার্ডে বিদেশি ভাষা বিভাগে মনোনয়ন পাওয়া চলচ্চিত্র ‘থ্রি থাউজেন্ড নাইটস’। ২০ জানুয়ারি শেষ হবে এই উৎসব।