শিরোনাম
শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

ক্রসফায়ারের হুমকি, সেই চার পুলিশ প্রত্যাহার

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

মিথ্যা অভিযোগে মামলা দিয়ে হয়রানিসহ ক্রসফায়ারে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ ওঠায় গাজীপুরের চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। প্রত্যাহার করা পুলিশ সদস্যরা হলেন— জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম, মিঠু শেখ, মো. কিবরিয়া এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহবুব। তাদের জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) গোলাম সবুরকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। জেলার পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর রশীদ জানান, তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। মাওনা চৌরাস্তার আল আমিন ফুড কারখানার মালিক আবুল কালাম অভিযোগ করেন, কয়েকদিন আগে গোয়েন্দা পুলিশের কয়েকজন সদস্য আমার মিলে মুড়ির সঙ্গে সার মেশানোর অভিযোগ এনে সাত লাখ টাকা ঘুষ দাবি করেন। অন্যথায় মামলা দিয়ে হয়রানি ও ক্রসফায়ার করার হুমকি দেন। তখন দুই লাখ টাকা দিয়ে তাদের কাছ থেকে সাময়িক রক্ষা পাই। পরে তারা আরও পাঁচ লাখ টাকা চেয়ে হুমকি দিতে থাকেন। মাওনা-চৌরাস্তা বাজার ব্যবসায়ী পরিচালনা পরিষদের সভাপতি মোশারফ হোসেন জানান, বুধবার সন্ধ্যা ৬টার দিকে সেই পুলিশ সদস্যরা টাকা নিতে মুড়ির মিলে যান। টাকা না দেওয়ায় পুলিশ কয়েকজনকে আটকের চেষ্টা করে। এতে ক্ষুব্ধ এলাকাবাসী ও ব্যবসায়ীরা কথিত পুলিশ ও তাদের সোর্সের ওপর হামলা চালায়। পরে টায়ার জ্বেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। একপর্যায়ে পুলিশের মাইক্রোবাস ভাঙচুর ও কারখানার ভিতরে চার পুলিশকে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিলে রাত ৮টার দিকে যান চলাচল শুরু হয়। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে গতকাল ব্যবসায়ীরা আধাবেলা ধর্মঘট পালন করে।

 বিকাল ৩টায় মানববন্ধন করতে চাইলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) অনুরোধে ব্যবসায়ীরা ওই কর্মসূচি স্থগিত করেন। তবে বিকাল সাড়ে ৫টায় ঘটনাস্থলে জমায়েত হয়ে ডিবি পুলিশের যে কোনো নির্যাতনকে কঠোর হস্তে দমন করার জন্য সব ব্যবসায়ী সংগঠনের নেতাদের ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দেন।

সর্বশেষ খবর