শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

তারা ছাত্রনেতৃত্বকে ভয় পায়

———— ছাত্রমৈত্রী সভাপতি

তারা ছাত্রনেতৃত্বকে ভয় পায়

ছাত্র মৈত্রীর সভাপতি আবুল কালাম আজাদ বলেছেন, বাংলাদেশের রাজনীতি এখন অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীরা নিয়ন্ত্রণ করেন। দেশের রাজনীতি রাজনীতিবিদদের হাতে নেই। দেশ স্বাধীন হওয়ার পর থেকেই ধীরে ধীরে রাজনীতিতে ব্যবসায়ী ও আমলাদের আধিপত্য বাড়ছে। তাই আমলা ও ব্যবসায়ীরা ছাত্রনেতাদের ভয় পান। তারা চান না ছাত্র সংসদ নির্বাচন হোক। গতকাল বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্ত আলাপকালে ছাত্র মৈত্রীর সভাপতি এ কথা বলেন। আবুল কালাম আজাদ বলেন, আমাদের দীর্ঘদিনের দাবি ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। বিভিন্নভাবে বিশ্ববিদ্যালয় ও কলেজ প্রশাসনের কাছে এই দাবি জানিয়ে আসছি। কিন্তু তারা ভ্রুক্ষেপ করছেন না। কারণ সরকারও এ ব্যাপারে আন্তরিক নয়। এ ছাড়াও আমাদের দেশের কোনো কোনো জাতীয় নেতাও চান না ছাত্র সংসদ নির্বাচন হোক। কারণ নির্বাচন হলে সাধারণ ছাত্রছাত্রীর মধ্যে থেকে নেতৃত্ব বেরিয়ে আসবে। তাই অনেক রাজনৈতিক দলই মনে করেন, তাদের গৃহপালিত নেতার দরকার। ছাত্র সংসদ নির্বাচন দিলে তাদের সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে উঠে আসা নেতৃত্ব তাদের লেজুড়বৃত্তি করবে না। ফলে টেন্ডারবাজি, সন্ত্রাস-দখল করতে তাদের লোক পাওয়া যাবে না। তিনি বলেন, আজ ছাত্র সংসদ নির্বাচন না হওয়ার পেছনে বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোর প্রশাসনও দায়ী। কারণ অতীতে দেখা গেছে, রাত ৪টায় বিশ্ববিদ্যালয়ে ভিসির চেয়ার দখল করেছেন কেউ কেউ। এ প্রতিযোগিতা বিএনপি-আওয়ামী লীগ আমলেই ছিল। প্রশাসনগুলো লেজুড়ে পরিণত হয়েছে। সরকার যা বলছে তাই করছে। সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বলব—টালবাহানা বাদ দিন, দ্রুত নির্বাচন দিন।

সর্বশেষ খবর