শনিবার, ২৮ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

উল্টো সেই পুলিশের মামলা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরের মাওনা চৌরাস্তা এলাকায় চাঁদা দাবির অভিযোগে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ আটক, মারধর, ব্যবসায়ীদের বিক্ষোভ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার রাতে শ্রীপুর মডেল থানায় মামলাটি দায়ের করেন জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম। যদিও বুধবার রাতে চাঁদা দাবির অভিযোগে এসআই খায়রুল ইসলাম জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ থেকে প্রত্যাহার হয়ে পুলিশ লাইনে সংযুক্ত রয়েছেন।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, মামলার (নং-৩০) এজাহারে কারও নাম উল্লেখ করা হয়নি। এজাহারে বাদী উল্লেখ করেন তার ওপর ন্যস্ত শ্রীপুর থানার একটি মামলা নং ৩৭(১২)১৬ তদন্ত কাজে ফোর্সসহ বুধবার মাওনা চৌরাস্তায় যান। সেখানে গোপন সংবাদে খবর পান স্থানীয় আল-আমিন মুড়ির মিলের কাছে কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য হস্তান্তর করবে। এ সময় প্রকৃতির কাজ সারতে ফোর্সসহ সন্ধ্যা সোয়া ৫টার দিকে মুড়ির মিলে যান। ৫/৬ মিনিট পর তারা জানতে পারেন কমপক্ষে ৭০ জন অজ্ঞাত লোক বাইরে রাখা তাদের মাইক্রোবাস ভাঙচুর করছে। এ সময় গাড়ির ড্রাইভার আফজাল হোসেন ও হেলপার হাবিবুল্লাহকে অজ্ঞাত লোকজন এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ সময় গাড়ির ইঞ্জিন পুড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আল আমিন মুড়ির মিলের মালিক আবুল কালাম বলেন, হয়রানির উদ্দেশে মামলাটি করা হয়েছে। অজ্ঞাতনামা দিয়ে যাকে খুশি ধরে পুলিশ নানাভাবে হয়রানি করবে। মামলায় মুড়ির মিলে প্রকৃতির কাজ সারানোর ব্যাখ্যা দিয়ে প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আমাদের কাছে সিসি ক্যামেরার ফুটেজ রয়েছে। ফুটেজ এখন প্রায় সব ব্যবসায়ীর সংরক্ষণে রয়েছে। ডিবি পুলিশ প্রকৃতির কাজ সারতে নাকি অন্য কাজে মুড়ির মিলে এসেছিল তা ফুটেজেই প্রমাণ করবে।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর