সোমবার, ৩০ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা

প্রেমের দ্বন্দ্বেই খুন স্কুলছাত্র হৃদয়

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

প্রেমের দ্বন্দ্বেই খুন স্কুলছাত্র হৃদয়

এক মেয়েকে দুজনের ভালোবাসা নিয়ে বিরোধের জের ধরে বরিশাল নগরীতে সাইদুর রহমান হৃদয় গাজী খুন হয়েছে বলে জানিয়েছেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার এস এম রুহুল আমীন। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৬ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সকালে হত্যাকাণ্ডের পর থেকে গতকাল সকাল পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। একই সঙ্গে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাকু এবং একটি মোটরসাইকেলও জব্দ করা হয়। ওই ঘটনায় জড়িত আরও ২-৩ জনকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো— হত্যাকাণ্ডের মূল হোতা সাঈদ, তার সহযোগী মুরাদ, রাজু, ইমন, নাহিদ ও শান্ত। পুলিশের জিজ্ঞাসাবাদে তারা হৃদয় হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ কমিশনার বলেন, হৃদয় এবং সাঈদ দুজনেই একটি মেয়েকে ভালোবাসত। মূলত এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এ ছাড়া শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের দফতরিকে টেকনিক্যাল স্কুলের কয়েক ছাত্র কটাক্ষ করার ঘটনা নিয়েও তাদের মধ্যে নতুন করে বিরোধের সৃষ্টি হয়। এ নিয়ে হাতাহাতির একপর্যায়ে হৃদয়কে পিটিয়ে এবং কুপিয়ে হত্যা করে তারা। হৃদয় পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার চিংগুরিয়া গ্রামের জিয়াউর রহমান শাহীনের একমাত্র সন্তান। নগরীর জর্ডন রোডে মা-মণি আবাসিক কোচিং সেন্টারে থেকে লেখাপড়া করত সে। এ ঘটনায় হৃদয়ের বাবা বাদী হয়ে শনিবার বিকালে কোতোয়ালি মডেল থানায় অভিযুক্তদের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।

সর্বশেষ খবর