মঙ্গলবার, ৩১ জানুয়ারি, ২০১৭ ০০:০০ টা
কক্সবাজার বৈঠক

রোহিঙ্গা কমিশন দলের অদ্ভুত যুক্তি

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসা রোহিঙ্গা কমিশনের তিন সদস্যের প্রতিনিধি দল গতকাল দুপুরে জেলা প্রশাসনের সঙ্গে আলোচনাকালে অদ্ভুত সব যুক্তি দেখিয়েছে। তাদের এসব যুক্তির উপযুক্ত জবাব দিয়েছে বাংলাদেশের আলোচক দল। জেলা প্রশাসকের কার্যালয়ে বেলা ২টায় এ বৈঠক হয়। এতে কমিশনের সদস্য মিয়ানমারের উইনম্রা ও আই লুইন এবং লেবাননি নাগরিক ঘাশান সালাম অংশ নেন। বৈঠকে জেলা প্রশাসক মো. আলী হোসেন, ৩৪ বিজিবির সেকেন্ড ইন কমান্ড মেজর শাহরিয়ার, অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আবদুর রহমান উপস্থিত ছিলেন। এক ঘণ্টা ধরে বৈঠক চলে। বৈঠকে কোন কোন বিষয়ে কথা হয়েছে জেলা প্রশাসক তা সাংবাদিকদের জানিয়েছেন। রোহিঙ্গা কমিশন দলের সদস্যরা বলেন, বাংলাদেশি লোকজন মিয়ানমারে ঢুকে সহিংসতা চালানোর কারণেই রোহিঙ্গারা এ দেশে অনুপ্রবেশ করছে। জবাবে বাংলাদেশ আলোচক দল বলেছে, আমাদের দেশ একটি স্বয়ংসম্পূর্ণ দেশ। আমাদের নাগরিকরা মিয়ানমারের নাগরিকদের চেয়ে উন্নত জীবন-যাপন করে। তাই বাংলাদেশিদের মিয়ানমারে যাওয়ার প্রশ্নই ওঠে না। মিয়ানমারের সহিংস ঘটনায় বাংলাদেশিরা জড়িত নয়। বরং মিয়ানমারের নাগরিকরা বাংলাদেশে ঢোকার কারণে এখানকার সমাজে নেতিবাচক প্রভাব পড়ছে। কমিশনের সদস্যরা বাংলাদেশের সীমান্ত অরক্ষিত কেন প্রশ্ন তুললে বলা হয়, ‘মিয়ানমারের ২৭১ কিলোমিটার সীমান্তে সর্বদা কঠোর নজরদারি করছে আমাদের সীমান্তরক্ষীরা। প্রতিনিধি দলটি জানতে চায়, অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের তালিকা আছে? জবাবে বলা হয়, জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এ বিষয়ে কাজ করছে। এখনো পূর্ণাঙ্গ তালিকা হয়নি। কারণ ১৯৯১ সাল থেকে বিভিন্ন সময় মিয়ানমার থেকে রোহিঙ্গারা এদেশে ঢুকছে। তাই সঠিক পরিসংখ্যান তৈরি করাটা সময়সাপেক্ষ। জেলা প্রশাসক মো. আলী হোসেন সাংবাদিকদের আরও জানান, প্রতিনিধি দলটি রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন, বাংলাদেশের রোহিঙ্গাদের পরিস্থিতি, রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনাবলি এবং এ সমস্যার সমাধানে একটি বিশেষ প্রতিবেদন জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের কাছে জমা দেবে। কফি আনান এ কমিশনের প্রধান। কক্সবাজার জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে প্রতিনিধি দলটি বিকাল ৪টায় ঢাকায় ফিরে গেছে।

 

সর্বশেষ খবর