বৃহস্পতিবার, ২৩ মার্চ, ২০১৭ ০০:০০ টা

থাই পণ্যে নজর সবার

নিজস্ব প্রতিবেদক

থাই পণ্যে নজর সবার

বাংলাদেশিদের কাছে থাই পণ্য সম্পর্কে ধারণা দিতে ঢাকায় চলছে চার দিনব্যাপী ‘১৫তম থাইল্যান্ড উইক-২০১৭’। এ প্রদর্শনীতে থাই চিকিৎসাসেবা থেকে শুরু করে কসমেটিকস,  সৌন্দর্যবর্ধক, পোশাক ও ফ্যাশনসামগ্রী, ইলেকট্রনিকস, সিরামিক পণ্য, স্পা, জুয়েলারি, কনফেকশনারি, ফলসহ বিভিন্ন ধরনের খাবার ও পানীয়, ভারী শিল্প এবং গৃহস্থালির মতো আনুষঙ্গিক পণ্যের পসরা বসেছে। এমন সব থাই পণ্য নজর কেড়েছে সবার। গতকাল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে ঢাকাস্থ থাই দূতাবাসের সহযোগিতায় দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের ডিপার্টমেন্ট অব ইন্টারন্যাশনাল ট্রেড প্রমোশন (ডিআইটিপি) এ উইকের আয়োজন করেছে। এটি চলবে ২৫ মার্চ পর্যন্ত। প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে মনোজ্ঞ নাচ-গান পরিবেশন করেন থাই শিল্পীরা। পরে ফিতা কেটে প্রদর্শনীর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইর সাবেক প্রথম সহ-সভাপতি ও পরিচালক মনোয়ারা হাকিম আলী। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত পানপিমোন সোয়ান্নাপং, মিনিস্টার কনসুলার (কমার্শিয়াল) সিবস্যাক ডেনবুনরিয়াং। আয়োজকরা জানিয়েছেন, বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে লাভজনক ব্যবসায়িক সম্পর্ক জোরদার করতে এ প্রদর্শনীর আয়োজন করেছে থাই সরকার। এ আয়োজনের মাধ্যমে বাণিজ্য সম্প্রসারণ ও ব্যবসায়ীদের জন্য সুযোগ-সুবিধা প্রসার করতে আগ্রহী থাইল্যান্ড। পাশাপাশি যেসব বাংলাদেশি নাগরিক এখনো থাইল্যান্ড ভ্রমণ করেননি, তাদের কাছে দেশটির পণ্যসামগ্রী সম্পর্কে ধারণা প্রদান করাও এ প্রদর্শনীর লক্ষ্য। চার দিনের প্রদর্শনীকে দুই অংশে ভাগ করেছেন আয়োজকরা। আজ ব্যবসায়ীদের জন্য এবং ২৪ ও ২৫ মার্চ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রদর্শনীতে থাই পণ্যের উৎপাদক ও রপ্তানিকারক ৫০টি প্রতিষ্ঠান সরাসরি অংশগ্রহণ করেছে। এতে শুধু থাই পণ্য এবং সেবাসমূহের প্রদর্শনী চলছে।

গতকাল প্রদর্শনী উদ্বোধনের পরপরই জমে ওঠে বিভিন্ন-শ্রেণি-পেশার দর্শনার্থী, ক্রেতা ও ব্যবসায়ীদের জমজমাট উপস্থিতিতে। এতে ক্রেতা-দর্শনার্থীরা যেমন থাই পণ্য সম্পর্কে জানতে পারছেন, তেমনি অংশগ্রহণকারীরাও বাংলাদেশি ক্রেতা-দর্শনার্থীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের সুযোগ পাচ্ছেন। এক ছাদের নিচে অনেকগুলো থাই পণ্য প্রতিষ্ঠান পেয়ে ক্রেতারা মান সম্পর্কেও অবহিত হচ্ছেন।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর