মঙ্গলবার, ২৮ মার্চ, ২০১৭ ০০:০০ টা

শেষ মুহূর্তে জমজমাট কুমিল্লা

শঙ্কা নেই, উৎসাহ আওয়ামী লীগে

নিজস্ব প্রতিবেদক ও কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সিটি নির্বাচন নিয়ে বিএনপি শঙ্কা প্রকাশ করলেও আওয়ামী লীগ নেতারা তা নাকচ করে দিয়েছেন। আর আওয়ামী লীগের মেয়র প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা বলেছেন, নির্বাচনের পরিবেশ ভালো রয়েছে। ভোটারদের কাছে কুমিল্লার সুষম উন্নয়নে নৌকা প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে সীমা বলেন, তিনি বিজয়ী হলে সিটি করপোরেশনে দরজা সবার  জন্য খোলা থাকবে। শেষ মুহূর্তের প্রচারণায় ছিলেন কুমিল্লা সিটি নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী টিম সমন্বয়ক ও প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ, সদস্য সচিব এ কে এম এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, মারুফা আক্তার পপি, সাবেক ছাত্রনেতা লিয়াকত শিকদার, শাহজাদা মহিউদ্দিন, জহির উদ্দিন মাহমুদ লিপটন প্রমুখ। গণসংযোগ করেন বঙ্গবন্ধু মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ডা. প্রাণ গোপাল দত্ত, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মীজানুর রহমান ও আওয়ামী লীগের প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর। সকাল থেকে আওয়ামী লীগের প্রার্থী আঞ্জুম সুলতানা সীমা নগরীর ৭ ও ৮ নম্বর ওয়ার্ডসহ নগরীর বিভিন্ন এলাকার ঘরে ঘরে ভোট চেয়েছেন। তিনি এ সময় নগরীর শাসনগাছা, রেসকোর্স, শাসনগাছা ওষুধ মার্কেটসহ বিভন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করেন। এ ছাড়া প্রার্থীদের পক্ষে আওয়ামী লীগ নেতা-কর্মীদের কুমিল্লা দেখা গেছে। নগরীর বিভিন্ন প্রান্তে এসব নেতা-কর্মীরা প্রচার উৎসব শেষ করে গতকাল রাতেই অনেক নেতা-কর্মী কুমিল্লা ছেড়েছেন। এ ছাড়া দিনভর আওয়ামী লীগ প্রার্থী আঞ্জুম সুলতানা সীমার পক্ষে কেন্দ্রীয় নেতাদের মধ্যে গণসংযোগে অংশ নেন ফরিদুন্নাহার লাইলী, দেলোয়ার হোসেন, প্রকৌশলী আবদুস সবুর, হাবিবুর রহমান সিরাজ, ডা. রোকেয়া সুলতানা, পারভীর জাহান কল্পনা, আনোয়ার হোসেন, ইকবাল হোসেন অপু, রেমন আরেং, গোলাম কবির রাব্বানী চিনু, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওছার, মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ক্রিক, সাবেক ছাত্রনেতা ইসহাক আলী পান্না, অজয় কর খোকন, শাহাজাদা মহিউদ্দীন, মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, বদিউজ্জামান সোহাগ, শেখ সোহেল রানা টিপু, সৈয়দ হেমায়েত উদ্দিন, জহির শিকদার, ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক জাকির হোসাইন, ছাত্রলীগের ডাক্তার তফাজ্জেল হক চয়ন, এম আমিনুল ইসলাম, সাবিনা আক্তার শিউলি, শেখ ফয়সল আমিন, নুর এ আলম আশিক প্রমুখ। কৃষক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আলহাজ মো. ওমর ফারুক, কুমিল্লা মহনাগর আওয়ামী লীগ নেতা নূর উর রহমান তানিম, জিএস জাকির হোসেন, শাহিনুল ইসলাম শাহিনসহ দলের স্থানীয় নেতাদেরও গণসংযোগ করতে দেখা যায়।

পরাজয় নিশ্চিত যেনে বিএনপি মিথ্যাচার করছে : শামীম : আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, কুমিল্লায় বিএনপির ভড়াডুবি হবে যেনে দলের নেতারা মিথ্যাচার শুরু করেছে।

 

সর্বশেষ খবর