শনিবার, ১ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাঙালি-আমেরিকান তরুণী বাউফলে খুঁজছে নিরুদ্দেশ স্বামী

বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি

বাঙালি-আমেরিকান তরুণী বাউফলে খুঁজছে নিরুদ্দেশ স্বামী

সানজিদা চৌধুরী নামে ২০ বছর বয়সী এক বাঙালি-আমেরিকান তরুণী তার নিরুদ্দেশ স্বামীর খোঁজে বাউফলে এসেছেন। তিনি সাংবাদিকদের জানান, তার বাবার নাম মোতালেব চৌধুরী যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গোয়েন্দা পুলিশের কর্মকর্তা। সানজিদা বলেন, তিনি জন্মসূত্রে মার্কিন নাগরিক। ফ্লোরিডায় লডারএডেল এলাকায় ২৭২৭ এন্ড্রু এভিনিউতে ২২৪ নম্বর অ্যাপার্টমেন্টে তারা বাস করেন। তিনি সেখানকার অক্সফোর্ড স্কুল অ্যান্ড ইউনিভার্সিটি থেকে ‘ও’ এবং ‘ইলেভেন’ পাস করেছেন। ঢাকার বারিধারা নিউ ডিওএইচএস-এর ৪ নম্বর সড়কের ২৯৩ নম্বর বাড়িটি তাদের। চট্টগ্রামেও তাদের তিনটি বাড়ি আছে। ২০০৫ সালে সানজিদার মা মারা যান। সানজিদা ঢাকায় আসেন ২০১৬ সালের ২৬ অক্টোবর। মোতালেব চৌধুরী ৭ মাস আগে ভোলা জেলায় ফরিদা বেগম নামে এক মহিলাকে বিয়ে করেন। এর পর থেকেই কন্যা-পিতা সম্পর্কের অবনতি ঘটে। মানসিক বিপর্যস্ততায় এক পর্যায়ে সানজিদা ঢাকায় আত্মহত্যা করতে উদ্যত হন। তখন নজরুল ইসলাম (৩২) নামে এক সিএনজি চালক তাকে উদ্ধার করেন। এরপর নজরুলের সঙ্গে সানজিদার ঘনিষ্ঠতা বাড়ে। নজরুল তাকে বিয়ের প্রস্তাব দেন। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ঢাকার এক আদালতের মাধ্যমে তারা বিয়ে করেন। বিয়ের কাবিননামায় লেখা- নজরুলের পিতার নাম আলী হোসেন মাতব্বর, পূর্ব আলীপুরা, দশমিনা। তবে সানজিদাকে নজরুল জানিয়েছিলেন যে, তিনি বাউফলের কালাইয়া থাকেন। সানজিদা বলেন, গত ২৮ মার্চ সকালে নজরুল ২০ লাখ টাকা, একটি আই ফোন, সানজিদার পাসপোর্ট ও এসএস কার্ড (নম্বর : ৫৬১৯২৯৯৮৬৪৫৩২১) নিয়ে নিরুদ্দেশ হয়ে যান। সারা দিন অপেক্ষা করেন তবুও স্বামী ঘরে ফেরেননি। তাই স্বামীর সন্ধানে বাউফলের ঠিকানায় এসে থানায় যোগাযোগ করেন। সানজিদা প্রতিবন্ধী। তাই পুলিশ তাকে দাশপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ সরদারের জিম্মায় রেখেছে। সেখান থেকে এই তরুণী আমেরিকান দূতাবাসের ০২-৫৫৬৯২০০০ নম্বরে বারবার ফোন করে যোগাযোগের চেষ্টা করে চলেছেন।

জানা গেছে, মোতালেব চৌধুরী মেয়ের দুরাবস্থার কথা জানতে পেরে গতকালই আমেরিকা থেকে ঢাকায় এসে পৌঁছেছেন এবং বাউফল রওনা হয়েছেন। বাউফল থানার ওসি আযম খান ফারুকী বলেন, সানজিদার দেওয়া ঠিকানা দশমিনা উপজেলায় হওয়ায় তাকে ওই থানায় পাঠানো হয়েছিল। দশমিনা পুলিশ জানায়, তার দেওয়া ঠিকানা অনুযায়ী নজরুলের স্থায়ী ঠিকানা পাওয়া গেছে বটে, কিন্তু ঘর তালাবদ্ধ। বাউফল ও দশমিনা থানার পুলিশ জানিয়েছে, সানজিদার দেওয়া তথ্য গুরুত্ব দিয়ে যাচাই করে দেখছে।

সর্বশেষ খবর