বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

আজ চৈত্রসংক্রান্তি

সাংস্কৃতিক প্রতিবেদক

আজ ৩০ চৈত্র। বঙ্গাব্দ ১৪২৩-এর শেষ দিন, চৈত্রসংক্রান্তি। আজকের সূর্যাস্তের সঙ্গে সঙ্গে পুরনো বছরের গ্লানি, জরাজীর্ণতা, ক্লেশ ও বেদনা মুছে নতুন বছরের নতুন স্বপ্নের দিকে ধাবিত হব আমরা। সব অন্ধকার বিদায় জানিয়ে আলোর পথে এগিয়ে যাওয়ার চেষ্টায় মেতে উঠবে সারা দেশ। চৈত্রসংক্রান্তির মধ্য দিয়ে পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছর ১৪২৪-কে স্বাগত জানানোর লক্ষ্যে ব্যাপক কার্যক্রম হাতে নিয়েছে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রাজধানীতে এসব কর্মসূচির মধ্যে রয়েছে নাচ, গান, আবৃত্তি, নাটক, আলপনা অঙ্কন, পালাগান, শাস্ত্রীয় সংগীত ইত্যাদি। এর মধ্যে সবচেয়ে বড় আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে। চ্যানেল আই ও সুরের ধারার যৌথ আয়োজনে চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান সূর্য অস্তমিত হওয়ার পর শুরু হয়ে বঙ্গাব্দ ১৪২৪-এর প্রথম প্রহর অর্থাৎ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। এবারের চৈত্রসংক্রান্তির বিষয় ‘বাংলাদেশে রবীন্দ্র’। এ ছাড়া একই সময়ে শিল্পকলা একাডেমিতে হবে গ্রুপ থিয়েটার ফেডারেশানের চৈত্রসংক্রান্তির আয়োজন। একাডেমির পরীক্ষণ থিয়েটার হলের এই আয়োজনে থাকছে মুড়ি-মুড়কি বিতরণ, ওস্তাদ শাহাদত হোসেন খানের সরোদ-বাদন, ময়মনসিংহের জসিম পাগলা ও তার দলের পরিবেশনায় পালাগান ‘গাজীকালু-চম্পাবতী’, চাঁপাই গম্ভীরার পরিবেশনা ইত্যাদি। রাত ১১টায় জাতীয় সংসদ ভবনের সামনের রাস্তা মানিক মিয়া এভিনিউতে অনুষ্ঠিত হবে আলপনা অঙ্কন। রাত ১১টায় সম্মিলিতভাবে এই আয়োজনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মানিক মিয়া এভিনিউর প্রায় ৪ লাখ বর্গফুট এলাকায় আলপনা আঁকতে তাদের সঙ্গে যোগ দেবেন দুই শতাধিক চিত্রশিল্পী। মানিক মিয়া এভিনিউর পাশাপাশি চট্টগ্রামের ডিসি হিল, রাজশাহীর পদ্মা নদীর পাড়, খুলনার শিববাড়ী সার্কেল, বরিশাল বঙ্গবন্ধু পার্ক রোড, ময়মনসিংহের টাউন হল সার্কেলে হবে ‘আলপনা আঁকা’র উৎসবটি। আঁকাআঁকির পাশাপাশি এ আয়োজনে আরও থাকছে বাঙালিয়ানা ফুড কোর্ট, ফটো বুথ, ফেস পেইন্টিংসহ নানা আয়োজন। এতে সংগীত পরিবেশন করবে ব্যান্ডদল চিরকুট। এ ছাড়া গেন্ডারিয়ার সীমান্ত খেলাঘর আসর ও সীমান্ত গ্রন্থাগার যৌথভাবে আয়োজন করছে ‘আঁকব আমরা রাঙাব গেন্ডারিয়া’ শীর্ষক আলপনা উৎসব। গেন্ডারিয়ার আজগর আলী হাসপাতাল থেকে ধূপখোলার দীননাথ সেন রোড পুরোটা জুড়ে সাধনা ঔষধালয় পর্যন্ত আলপনা আঁকা হবে। এ ছাড়া শিল্পকলা একাডেমির আয়োজনেও সন্ধ্যা থেকে অনুষ্ঠিত হবে চৈত্রসংক্রান্তির নানা কর্মসূচি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর