মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

গ্রিক ভাস্কর্য না সরালে ফের আন্দোলনের হুমকি হেফাজতের

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

উচ্চ আদালত প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য দ্রুত সময়ের মধ্যে সরাতে ফের হুমকি দিয়েছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরী। তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে ওই ভাস্কর্য না সরালে সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। গতকাল বিকালে হেফাজতে ইসলামের আমিরের প্রেস সচিব মাওলানা মুনির আহমেদ স্বাক্ষরিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা যায়।

বিবৃতির বিষয়ে মাওলানা মুনির আহমেদ বাংলাদেশ প্রতিদিনকে বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কওমি আলেমদের বৈঠকে মূর্তি সরানোর বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে আশ্বস্ত করা হয়। এ মূর্তির বিষয়ে প্রধানমন্ত্রী নিজের অসন্তোষের কথাও জানান। কিন্তু রবিবার রাতে একটি অনলাইনে মূর্তি না সরানো নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়। এ পরিপ্রেক্ষিতে এ বিবৃতি দেন হেফাজতে ইসলামের মহাসচিব। বিবৃতিতে জুনায়েদ বাবুনগরী বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী অপসারণের দাবিতে জনমত ঐক্যবদ্ধ। সুতরাং ইমান-আকিদা, জাতীয় মর্যাদা ও ঐতিহ্যবিরোধী এই ভাস্কর্য অপসারণে কোনো ধরনের টালবাহানা ও অজুহাত তৈরির চেষ্টা দেশবাসী কখনোই মেনে নেবে না। দেশবাসীকে সঙ্গে নিয়েই হেফাজত ন্যায্য দাবি আদায়ে প্রয়োজনে দুর্বার আন্দোলন গড়ে তুলবে। বিবৃতিতে তিনি বলেন, আশা করি প্রধানমন্ত্রী তার আশ্বাসের যথাযথ মূল্য দিয়ে অবিলম্বে গ্রিক দেবী অপসারণ করে বাংলাদেশের সর্বস্তরের মানুষের ইচ্ছাকে সম্মান জানাবেন।

সর্বশেষ খবর