মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

স্কুলছাত্রী রিশা হত্যার বিচার শুরু

নিজস্ব প্রতিবেদক

স্কুলছাত্রী সুরাইয়া আক্তার রিশা হত্যা মামলায় একমাত্র আসামি ওবায়দুল খানের (২৯) বিচার শুরু হয়েছে। গতকাল ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আবুল কাশেম আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ৮ মে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য হয়েছে। আসামি ওবায়দুলকে আদালতে হাজির করে তার বিরুদ্ধে আনা অভিযোগ পড়ে শোনানো হয়। জবাবে ওবায়দুল নিজেকে নির্দোষ দাবি করে আদালতে ন্যায়বিচার চান। এ সময় রিশার মা তানিয়া হোসেনও আদালতে উপস্থিত ছিলেন। বিচারক পরে অভিযোগ গঠন করে ওবায়দুলের বিচার শুরুর নির্দেশ দেন। রিশার মায়ের পক্ষে মামলা লড়ছেন আইনজীবী ফাহমিদা আক্তার রিংকি। কাকরাইলের উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী রিশা বাবা-মা রমজান হোসেন ও তানিয়া হোসেনের সঙ্গে পুরান ঢাকার সিদ্দিক বাজারের এক বাসায় থাকত। গত বছরের ২৪ আগস্ট স্কুলের সামনের ফুটওভার ব্রিজের ওপর তাকে ছুরিকাঘাত করা হয়। চার দিন পর হাসপাতালে রিশার মৃত্যু হয়। আসামি ওবায়দুল খান একটি টেইলার্সের কাটিং মাস্টার ছিলেন। রিশার ওপর হামলার এক সপ্তাহ পর ৩১ আগস্ট নীলফামারী থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। হামলার ঘটনার পরদিন রিশার মা রমনা থানায় একটি হত্যাচেষ্টার মামলা করেন, যা পরে হত্যা মামলায় রূপান্তরিত হয়। মামলার অভিযোগে বলা হয়, ওই ঘটনার প্রায় ছয় মাস আগে মায়ের সঙ্গে ওবায়দুলের টেইলার্সের দোকানে গিয়েছিল রিশা। এর পর থেকে ওবায়দুল প্রায়ই তাকে উত্ত্যক্ত করে আসছিলেন। প্রথমে ফোনে এবং পরে স্কুলে যাওয়া-আসার পথে প্রেমের প্রস্তাব দিয়ে সাড়া না পেয়ে ওবায়দুল রিশাকে ছুরিকাঘাত করেন। রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন তদন্ত শেষে গত বছরের নভেম্বরে ওবায়দুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেন। ওবায়দুল ছুরিকাঘাতের কথা স্বীকার করে হাকিম আদালতে জবানবন্দি দিয়েছেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।

 

সর্বশেষ খবর