মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ইয়াবা বিক্রিতে বাধা

বিশ্ববিদ্যালয় ছাত্রকে পিটিয়ে হত্যা

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র জিয়া উদ্দিন ফয়সালকে (২১) পিটিয়ে হত্যা করেছে ইয়াবা কারবারিরা। ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় তাকে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল পুলিশ ছয়জনকে গ্রেফতার করেছে।

কক্সবাজার সদর থানা পুলিশের ওসি (অপারেশন) মাঈন উদ্দিন জানান, গত রবিবার রাত ৯টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সদর উপজেলার মাছুয়াখালী এলাকার কমিউনিটি ক্লিনিকের সামনে থেকে জিয়া উদ্দিন ফয়সাল (২০) নামের এক যুবককে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। সে সদর উপজেলার পিএমখালীর মাছুয়াখালীর নুরুল আলমের ছেলে ও কক্সবাজার ইন্টারন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের এলএলবি ৫ম সেমিস্টারের ছাত্র। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হচ্ছে পিএমখালী ইউনিয়নের মাছুয়াখালীর নুরুছ্ছফার ছেলে রেজাউল করিম, আমান উল্লাহর ছেলে নুরুল হক, অছিউর রহমানের ছেলে রমজান আলী, ইসহাকের ছেলে রুবেল, আবছারের ছেলে শাহিন, দুদু মিয়ার ছেলে মনি আলম। আটকরা ইয়াবা ব্যবসাসহ নানা অপরাধে জড়িত থাকতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছেন। নিহত ছাত্রের চাচা নুরুল হাকিম জানান, মাছুয়াখালী এলাকার কিছু চিহ্নিত ইয়াবা ব্যবসায়ী ইয়াবা বিক্রি করে আসছে। গত রবিবার সন্ধ্যায় তারা ইয়াবা বিক্রি করার সময় জিয়া উদ্দিনসহ এলাকার আরও কয়েকজন যুবক তাদের বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাদের লাঠি ও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করে। এ সময় অন্যরা পালিয়ে গিয়ে রক্ষা পেলেও জিয়া উদ্দিন রক্ষা পায়নি। পরে এলাকাবাসী তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে আনলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

সর্বশেষ খবর