মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

ভরণ-পোষণ চেয়ে ছেলের নামে মায়ের মামলা

ফরিদপুর প্রতিনিধি

ভরণ-পোষণের প্রতিশ্রুতি দিয়ে মা-বাবার কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার পর বাড়ি থেকে বের করে দেওয়া এবং ভরণ-পোষণ না দেওয়ার অভিযোগ এনে ছেলের বিরুদ্ধে মামলা করেছেন মা। গতকাল ফরিদপুরের ৪ নম্বর আমলি আদালতে এ মামলাটি করা হয়। অভিযোগ আমলে নিয়ে বিচারক মো. সুমন হোসেন ২৩ মে ছেলে সেলিম সরদার মধুকে (৩৫) আদালতে হাজিরের নির্দেশ দিয়েছেন।

মামলার বাদী জহুরা বেগমের আইনজীবী মানিক মজুমদার জানান, মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামের বৃদ্ধ দম্পতি জহুরা বেগম ও পাচু সরদারের দুই ছেলে। বড় ছেলে মুরাদ সরদার অন্যত্র বসবাস করছেন। বাড়িতে ছোট ছেলে সেলিম সরদার মধু থাকেন। ২০১১ সালে মা-বাবাকে ভরণ-পোষণের প্রতিশ্রুতি দিয়ে বসতবাড়ির জমি নিজের নামে লিখে নেন মধু। ১৪ জানুয়ারি মধু তার মা-বাবাকে বাড়ি থেকে বের করে দেন। এ নিয়ে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের শরণাপন্ন হন তারা। গণ্যমান্য ব্যক্তিরা প্রতিদিন ১০০ টাকা করে বৃদ্ধ মা-বাবাকে প্রদানের সিদ্ধান্ত দেন। কিছুদিন মধু টাকা দেন। সম্প্রতি টাকা দেওয়া বন্ধ করে দেন। মামলার বাদীকে আইনি সহায়তাদানকারী প্রতিষ্ঠান বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ফরিদপুরের কো-অর্ডিনেটর অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী বলেন, মা-বাবাকে ভরণ-পোষণ প্রদান আইনে মামলাটি করা হয়েছে। এ মামলায় সঠিক বিচার পাওয়া গেলে সমাজে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সর্বশেষ খবর