বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

প্রমথ চৌধুরীর পৈতৃক বসতভিটা দখলমুক্ত

পাবনা প্রতিনিধি

প্রমথ চৌধুরীর পৈতৃক বসতভিটা দখলমুক্ত

প্রখ্যাত কথা সাহিত্যিক প্রমথ চৌধুরীর পাবনার পৈতৃক বসতভিটা দখলমুক্ত করেছে স্থানীয় প্রশাসন। গতকাল সকালে চাটমোহর সহকারী ভূমি কমিশনার মিজানুর রহমানের নেতৃত্বে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়। অভিযান পরিচালনা করে ৩ একর (৯ বিঘা) জায়গায় নির্মিত কাঁচা-পাকা ১৮টি বসত ঘরসহ বেশকিছু স্থাপনা উচ্ছেদ করেন। প্রশাসনের  এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী। বীরবলের হালখাতা, চার ইয়ারী কথা, আহুতি, নীলোলোহিতসহ অসংখ্য গ্রন্থের কালজয়ী লেখক প্রমথ চৌধুরীর পৈতৃক নিবাস পাবনার চাটমোহর উপজেলার হরিপুরে। প্রায় ৩ একর জায়গার ওপর অবস্থিত বাড়িটি দীর্ঘদিন ধরে ১৬টি পরিবার অবৈধ দখলে রেখেছিল। স্থানীয় জনগণের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রশাসন অবৈধ দখলদারদের প্রমথ চৌধুরীর বাস্তুভিটা ছেড়ে দিতে নোটিস দেয়। এরপরও তারা দখল না ছাড়ায় প্রশাসন গতকাল তাদের উচ্ছেদ করে। এদিকে, সাহিত্যিক প্রমথ চৌধুরীর বাড়ি দখলমুক্ত হওয়ায় এলাকাবাসী সন্তোষ প্রকাশ করে স্মৃতি রক্ষার্থে তার নামে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জানিয়েছে। এ প্রসঙ্গে প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের উপদেষ্টা হেলালুর রহমান জুয়েল বলেন, উপমহাদেশের প্রখ্যাত কথা সাহিত্যিক প্রমথ চৌধুরী আমাদের পাবনার গর্ব। অবৈধ দখলদাররা তার স্মৃতিচিহ্ন দিনে দিনে নষ্ট করেছে। তাই বাড়ি উদ্ধারে আমরা আন্দোলন করেছি। প্রশাসন আমাদের সহযোগিতা করে বাড়ি থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করায় আমরা খুবই খুশি। সরকারের কাছে আমাদের দাবি এ কালজয়ী সাহিত্যিকের স্মৃতি রক্ষার্থে তার পৈতৃক ভিটায় একটি বিশ্ববিদ্যালয় বা ভাষা ইন্সটিটিউট প্রতিষ্ঠা করা হোক।

 চাটমোহর সহকারী কমিশনার (ভূমি)  মিজানুর রহমান জানান, এলাকাবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া মেনে প্রমথ চৌধুরীর বাস্তুভিটা থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হচ্ছে। দাবির বিষয়টি সরকারের উচ্চ পর্যায়ে জানানো হবে। প্রমথ চৌধুরী স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ইকবাল কবির রঞ্জু বলেন, দীর্ঘদিন আন্দোলনের পর জায়গাটি দখলমুক্ত হওয়ায় জেলা প্রশাসক ও উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে তার স্মৃতি সংরক্ষণার্থে জায়গাটিতে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি।

সর্বশেষ খবর