বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
নিখোঁজের ১৩০ দিন পর ফেরা

বাবা বললেন, মেহেদীকে কেউ অপহরণ করেছিল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

ঢাকার বনানী থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হওয়া বরিশালের দুই যুবকের মধ্যে একজন ১৩০ দিন পর তার পরিবারের কাছে ফিরে এসেছেন। বরিশাল বি এম কলেজের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান গত মঙ্গলবার বিকালে বাড়ি ফিরে আসেন। তবে শারীরিকভাবে অসুস্থ থাকায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মেহেদীর বাবা বাবুগঞ্জ উপজেলার বাহেরচর গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত পুলিশ কনস্টেবল জাহাঙ্গীর হোসেন হাওলাদার দাবি করেন, তার ছেলেকে কেউ অপহরণ করে দীর্ঘদিন আটকে রেখেছিল। তিনি তাদের শনাক্ত করে বিচার দাবি করেন। এদিকে ফিরে আসার ঘটনা সম্পর্কে মেহেদী হাসান জানান, গত ১ ডিসেম্বর সন্ধ্যায় তিনি ও একই গ্রামের তার বন্ধু সুজন ঘরামিসহ চারজন বনানীর নর্দান ক্যাফে রেস্তোরাঁয় খেয়ে বের হচ্ছিলেন। তারা হাঁটছিলেন। একটু অন্ধকার রাস্তায় গেলে হঠাৎ কেউ পেছন থেকে তার বাম হাত ধরে ফেলে নাকে একটি রুমাল চেপে ধরে। এরপর তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরলে নিজেকে একটি কক্ষের পাকা মেঝেতে চোখ-হাত বাঁধা অবস্থায় আবিষ্কার করেন।

সর্বশেষ খবর