সোমবার, ২৪ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা
ব্যবসায়ী নূরুল হত্যা

শাহাবুদ্দীন নাগরী ও সুমি ফের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক

শাহাবুদ্দীন নাগরী ও সুমি ফের রিমান্ডে

নূরানী আক্তার সুমি ও তার বন্ধু অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা শাহাবুদ্দীন নাগরীকে ফের রিমান্ডে নেওয়ার অনুমতি পেয়েছে পুলিশ। গতকাল তাদের আদালতে হাজির করে ঘটনার মূল রহস্য উদ্ঘাটনে আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা নিউমার্কেট থানার পরিদর্শক (তদন্ত) মতলুবর রহমান। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম শেখ ছামিদুল ইসলাম প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া মামলার অপর আসামি গাড়িচালক সেলিম হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে ১৭ এপ্রিল গ্রেফতারকৃত তিন আসামির পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মুখ্য মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান চৌধুরী। ২২ এপ্রিল তাদের পাঁচ দিনের রিমান্ড শেষ হয়েছে। রিমান্ডে সুমি মামলার ঘটনার সঙ্গে জড়িত থাকার ব্যাপারে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তবে অনেক ক্ষেত্রে তথ্য গোপন এবং অসংলগ্ন কথাবার্তা বলেছেন তিনি। নাগরীও গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। রিমান্ডে থাকা অবস্থায় তাদের পৃথকভাবে এবং মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তারা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলেও ব্যবসায়ী নুরুল ইসলামকে হত্যার ব্যাপারে মুখ খুলছেন না। পুলিশ মনে করছে, তাদের নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের মূল রহস্য বেরিয়ে আসবে। এদিকে হত্যার শিকার নুরুল ইসলামের ময়নাতদন্ত রিপোর্টে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে। অবশ্য এ অভিযোগ নাকচ করে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ফরেনসিক বিভাগ প্রধান ডা. মো. সোহেল মাহমুদ জানান, এক কোটি টাকার বিনিময়ে ময়নাতদন্ত রিপোর্ট প্রভাবিত করার অভিযোগটি ভুয়া ও বানোয়াট। তার সঙ্গে কোনো পক্ষের যোগাযোগ হয়নি। যা ঘটেছে তাই নুরুল ইসলামের ময়নাতদন্ত রিপোর্টে উপস্থাপিত হবে। ময়নাতদন্তের কাজ এখনো শেষ হয়নি। উল্লেখ্য, গত ১৩ এপ্রিল এলিফ্যান্ট রোডের ১৭০/১৭১ নম্বর ডোম-ইনো এপার্টমেন্টের ৪/বি ফ্ল্যাটে ব্যবসায়ী নূরুল ইসলামের মৃতদেহ পাওয়া যায়। এ ঘটনায় ১৪ এপ্রিল নিহত ব্যবসায়ীর বোন শাহানা রহমান কাজল বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা করেন। ওই মামলায় নূরুল ইসলামের স্ত্রী নূরানী আক্তার সুমি, তার বন্ধু কবি, গীতিকার ও সাবেক কাস্টমস কমিশনার শাহাবুদ্দীন নাগরীসহ অজ্ঞাত কয়েক ব্যক্তিকে আসামি করা হয়। ঘটনার পরপরই সুমি ও গাড়িচালক সেলিমকে গ্রেফতার করে পুলিশ। ১৭ এপ্রিল নাগরীকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর