বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০১৭ ০০:০০ টা

বাংলাদেশ-ভারত সীমান্তে সুড়ঙ্গ!

কলকাতা প্রতিনিধি

বাংলাদেশ-ভারত সীমান্তে গোপন সুড়ঙ্গের সন্ধান পেয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তারা বলছে, ভারতের বিহার এবং বাংলাদেশের চোপড়া-ফতেপুর বর্ডার আউটপোস্টের কাছে ৮০ মিটার দীর্ঘ সুড়ঙ্গের খোঁজ মিলেছে। ধারণা করা হচ্ছে, এই সুড়ঙ্গ গবাদি পশু পাচারের জন্য খোঁড়া হচ্ছিল।

গতকাল কিশানগঞ্জ আঞ্চলিক সদর দফতরে বিএসএফের ডিআইজি দেবী সরণ সিং বলেন, ‘দুই দেশের আন্তর্জাতিক সীমান্ত দিয়ে গবাদি পশু পাচারের

 সুবিধার জন্যই সীমান্তের নিচ দিয়ে পাচারকারীরা এ সুড়ঙ্গটি খুঁড়ছিল। রাতের অন্ধকারে পাচারকারীরা একটি চা বাগানের ভিতর দিয়ে সুড়ঙ্গ তৈরির কাজ করছিল।’ তিনি উল্লেখ করেন, এটির হদিস পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে বিএসএফের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

সর্বশেষ খবর