সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

শিল্পকলায় ‘তৃতীয় পুরুষ’

সাংস্কৃতিক প্রতিবেদক

শিল্পকলায় ‘তৃতীয় পুরুষ’

শিল্পকলা একাডেমিতে নাটকের দল থিয়েটার মঞ্চায়ন করেছে দলটির ৩৬তম প্রযোজনার নাটক ‘তৃতীয় পুরুষ’। গতকাল সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চায়ন হয় নাটকটি। আবদুল্লাহ আল-মামুন রচিত এ নাটকটির নির্দেশনায় ছিলেন প্রবীর দত্ত। মুক্তিযুদ্ধ এবং এর পরবর্তী সময়ে মুক্তিযু্দ্ধকে নিয়ে ফায়দা লোটা তঞ্চকদের মুখোশ উন্মোচন করা হয়েছে নাটকটিতে। ‘তৃতীয় পুরুষ’ নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন শিরীন বকুল, জিয়াউল ইসলাম কাজল, দীপক রায়, হাফিজুর রহমান সুরুজ, তরুণ কুমার বসু প্রমুখ। অন্যদিকে একই সময়ে একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় দেশ নাটক প্রযোজিত নাটক ‘সুরগাঁও’। মাসুম রেজার রচনা ও নির্দেশনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেন দেশ নাটকের নিয়মিত নাট্যকর্মীরা।

আজ  লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা : আজ ১ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী কবিতাটি লাখো কণ্ঠে আবৃত্তি করা হবে। বিকাল ৪টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত হবে এ পরিবেশনা। ‘লাখো কণ্ঠে বিদ্রোহী কবিতা’ শিরোনামে এ অনুষ্ঠানের আয়োজনে রয়েছে নজরুলচর্চা কেন্দ্র ‘বাঁশরী’ ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)। ফেসবুকের মাধ্যমে অনুষ্ঠানটি লাইভ করা হবে বলে জানিয়েছেন আয়োজক সংস্থা বাঁশরীর সঙ্গে সংশ্লিষ্টরা। এ ছাড়া দেশের ৬৪টি জেলাসহ সারাবিশ্বের মানুষ এদিন একসঙ্গে বিদ্রোহী কবিতা আবৃত্তি করতে পারবেন।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর