সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

দেশে ফিরে এলো ছয় বাংলাদেশি কিশোর

কলকাতা প্রতিনিধি

দেশে ফিরে এলো ছয় বাংলাদেশি কিশোর

পশ্চিমবঙ্গের ‘শুভায়ন’ হোমে থাকা ছয় বাংলাদেশি কিশোরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। গতকাল সকালে দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্ত দিয়ে তাদের বিজিবির কাছে তুলে দেয় বিএসএফ। এর আগে হোম থেকে কিশোরদের এসকর্ট করে সীমান্তে নিয়ে আসা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন ভারতের হিলি ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি)-এর ওসি নাজির হোসেন, বাংলাদেশ পারের হিলি আইসিপির ওসি আকতাব হোসেন, বিএসএফ, বিজিবি এবং শুভায়ন হোমের কর্মকর্তারা। প্রায় দেড় বছরের বেশি সময় এরা ‘শুভায়ন’-এ ছিল। তাদের প্রত্যেকেরই বয়স ১৮ বছরের নিচে। এরা হলো— কুড়িগ্রাম জেলার চন্দ্রগোনা গ্রামের মুহম্মদ হাসিন আলীর দুই সন্তান মুহম্মদ দুলাল আলী (১৪) ও মুহম্মদ রাজু (১২)। ওই জেলারই হাসনাবাদ গ্রামের মুহম্মদ হোসেন আলীর সন্তান মুহম্মদ মুসে আলী (১৪), বিন্নাবাড়ি গ্রামের প্রয়াত নবিরুদ্দিনের সন্তান মুহম্মদ তাসলিম আলী, কুটিচন্দ্রকনা গ্রামের জামাল রহমানের সন্তান জাহিদ (১৭) এবং বান্দরবান জেলার দক্ষিণ নয়াপাড়া গ্রামের আবদুল শুক্কুুরের সন্তান নুরুল ইসলাম (১৩)। এদের মধ্যে কেউ ঘুরতে এসে বা দালালের ফাঁদে পড়ে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় বিএসএফের হাতে আটক হয়। নিজেদের দুই সন্তানকে নিয়ে হিলি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের অভিযোগে বর্তমানে পশ্চিমবঙ্গের বহরমপুর সংশোধনাগারে বন্দীজীবন কাটাচ্ছেন দুলাল আলী ও মুহম্মদ রাজুর বাবা-মা। অবৈধ অনুপ্রবেশের দায়ে ওই সংশোধনাগারে বন্দী আছেন মুহম্মদ মুসে আলীর বাবা ও দাদা।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর