সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা

পুলিশের ওপর হামলা মামলায় মিনু-বুলবুলের আদালতে হাজিরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

পুলিশের ওপর হামলা ও থানার ওসিকে হত্যাচেষ্টার মামলায় আদালতে হাজিরা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মিজানুর রহমান মিনু ও রাজশাহী সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলসহ মামলার আসামিরা।

তারা গতকাল দুপুরে রাজশাহীর মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজিরা দেন। আসামি পক্ষের আইনজীবী আলী আশরাফ মাসুম এ ব্যাপারে জানান, মামলায় আসামির সংখ্যা ১৩২ জন। মামলায় মিনু ও বুলবুলসহ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলনও আসামি আছেন। দুপুরে তারা সবাই আদালতে হাজিরা দেন। আদালতের বিচারক মিজানুর রহমান তাদের হাজিরা গ্রহণ করেন। উল্লেখ্য, ২০১১ সালের ৪ জুন বিএনপির তৎকালীন যুগ্ম-মহাসচিব মিজানুর রহমান মিনুর নেতৃত্বে রাজশাহী মহানগরীর ভুবনমোহন পার্ক থেকে দলের নেতা-কর্মীরা মিছিল বের করেন। মিছিল থেকে ছোড়া গুলিতে বোয়ালিয়া মডেল থানার তৎকালীন অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার গুলিবিদ্ধ হন। এ ছাড়া হামলায় আহত হন পুলিশের নায়েক খলিলুর রহমান, কনস্টেবল নুরুজ্জামান ও মাহবুবুর রহমান। আদালত সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত এ মামলার অভিযোগ গঠন হয়নি।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর