সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা
অষ্টম কলাম

চাঁদের মাটিতে কৃত্রিম সুড়ঙ্গ

প্রতিদিন ডেস্ক

চাঁদের মাটিতে কৃত্রিম সুড়ঙ্গের সন্ধান পাওয়া গেছে বলে একটি গবেষণা থেকে সম্প্রতি দাবি করেছে ইউএফও। চাঁদের মাটিতে কারা খুঁড়তে পারে সুড়ঙ্গ? আপাতত এ নিয়েই তর্কে মেতেছেন মহাকাশে প্রাণের সন্ধানে নিয়োজিত মানুষরা। 

ইউএফও এবং মহাকাশসংক্রান্ত ইউটিউব চ্যানেল সিকিওরটিম-১০-এর কর্মকর্তা টাইলার গ্লকনার একটি ওয়েবসাইটে দাবি করেছেন, মহাকাশযান অ্যাপোলো ১৫ থেকে তোলা একটি ছবি থেকে এই সুড়ঙ্গের সন্ধান তিনি পেয়েছেন। 

টাইলার দাবি করেন, এটি মনুষ্য-নির্মিত এবং এর সঙ্গে চন্দ্রগর্ভের কোনো সুড়ঙ্গের সম্পর্ক রয়েছে। তার মতে, বস্তুটিকে বাড়ির মতো দেখতে লাগছে। চাঁদের মাটিতে এর আগে এমন কোনো বস্তু দেখা যায়নি। তবে কী করে এবং কেন এমন একটা কাজ মানুষ করতে যাবে, তা নিয়ে মুখ খোলেননি টাইলার।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর