সোমবার, ১ মে, ২০১৭ ০০:০০ টা
কৃষি সংবাদ

ফরিদপুরে পিয়াজ বীজ তোলার ধুম

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুরে পিয়াজ বীজ তোলার ধুম

ফরিদপুরে ‘কালো সোনা’ খ্যাত পিয়াজ বীজ তোলার ধুম পড়েছে। এ বছর পিয়াজ দানার ফলন ভালো হওয়ায় হাসি ফুটেছে চাষির মুখে। সরেজমিন দেখা গেছে, চাষিরা সকাল থেকে সন্ধ্যা অবধি পরিবারের বিভিন্ন বয়সীদের নিয়ে খেত থেকে পিয়াজ দানা তুলছেন।

ফরিদপুর কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, এবার লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পিয়াজ দানার আবাদ হয়েছে। জেলার ছয়টি উপজেলায় আড়াই হাজারের বেশি হেক্টর জমিতে চাষ করা হয় পিয়াজ দানার। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ জিএম আবদুর রউফ জানান, চলতি মৌসুমে ফরিদপুর অঞ্চলে ৬ হাজার ৬০০ মণের বেশি পিয়াজ বীজ উৎপাদন হবে। বিএডিসির মাধ্যমে সংগৃহীত মোট পিয়াজ বীজের ৭৫ শতাংশ ফরিদপুর থেকে সংগ্রহ করা হয়। পিয়াজ দানা উৎপাদনকারী গোবিন্দপুর গ্রামের চাষি বক্তার হোসেন জানান, আবহাওয়া অনুকূল থাকায় এ বছর পিয়াজ দানার উৎপাদন বেশ ভালো হয়েছে। বিঘাপ্রতি তিন মণের বেশি বীজ পাওয়া গেছে। বর্তমানে প্রতিমণ পিয়াজ দানার বাজার মূল্য ৮০/৯০ হাজার টাকা। বিঘাপ্রতি চাষিদের খরচ হয়েছে ৩৫/৪০ হাজার টাকা। সে হিসাবে বিঘাপ্রতি আড়াই লাখ টাকার মতো লাভ হবে। তবে পিয়াজ চাষিদের সহজ শর্তে কৃষি ঋণসহ নানা ধরনের সুযোগ-সুবিধা দেওয়া প্রয়োজন। বিএডিসি এবং বিভিন্ন ব্যাংক যদি তাদের আরও বেশি সহায়তা করে- তাহলে আরও অধিক পরিমাণ জমিতে চাষাবাদ সম্ভব।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর