শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

‘দুদক মাদক ব্যবসায়ীদের ঠিকানা পাচ্ছে না’

নিজস্ব প্রতিবেদক

‘দুদক মাদক ব্যবসায়ীদের ঠিকানা পাচ্ছে না’

দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ জানিয়েছেন, দুদক এবার দেশে বড় মাপের ১৭ মাদক ব্যবসায়ীর জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে। তিনি গতকাল রাজধানীর ইস্কাটনের বিয়াম মিলনায়তনে ‘মাদকের ভয়াবহ আগ্রাসন : সালাউদ্দিন আহম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশেষ অতিথি ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদ উদ্দীন আহম্মদ চৌধুরী। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মাদকদ্রব্য নিরোধ সংস্থার (মানস) প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী। দুদক চেয়ারম্যান বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দুর্নীতি দমন কমিশনের আওতাভুক্ত অপরাধ না হলেও, অবৈধ মাদক ব্যবসার মাধ্যমে অর্জিত অবৈধ সম্পদ কমিশনের তফসিলভুক্ত অপরাধ। তাই কমিশনের পক্ষ থেকে দেশের মাদক ব্যবসায়ীদের একটি তালিকা মাদকদ্রব্য অধিদফতরের কাছে চাওয়া হয়েছিল। কমিশন সেই তালিকা থেকে ১৭ জন বড় মাপের মাদক ব্যবসায়ীর বিষয়ে অনুসন্ধান শুরু করেছে। কমিশন অনুসন্ধান করতে গিয়ে দেখেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর থেকে পাওয়া তালিকায় মাদক ব্যবসায়ীদের কারও নাম-ঠিকানা সঠিক নয়। আমি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ঠিকানার বিষয়ে এক মাস সময় নির্ধারণ করে দিলাম। এ সময়ের মধ্যে দেশের মাদক ব্যবসায়ীদের সঠিক তালিকা কমিশনে প্রেরণ করতে হবে।’ তিনি আরও বলেন, বাংলাদেশের সংবিধান অনুসারে অনুপার্জিত আয় ভোগ করার কোনো সুযোগ নেই। তাই মাদক ব্যবসার মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনকারী এসব সমাজবিরোধীদের কাউকে কমিশন ছাড় দেবে না। কমিশন সঠিক লোকটিকে শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসতে চায়। যারা অবৈধ সম্পদ অর্জন করেছেন সাংবিধানিকভাবে তা তাদের ভোগ করার অধিকার নেই। আমরা আইনের মাধ্যমে এই সম্পদ পুনরুদ্ধার করে জনগণের সম্পদ জনগণের কাছে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করব। তিনি উল্লেখ করেন, ভবিষ্যতে যে ১১টি দেশ বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণ করবে, বাংলাদেশ তাদের একটি।

সর্বশেষ খবর