শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

বিতর্ক ওঠায় বাতিল হচ্ছে ৫৭ ধারা

—আইনমন্ত্রী

হবিগঞ্জ প্রতিনিধি

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, বর্তমান সরকার বিচার বিভাগের স্বাধীনতার বিষয়ে কোনো আপস করবে না। এ সরকার শুধু বিচার বিভাগের স্বাধীনতায়ই বিশ্বাসী নয়, বরং এ স্বাধীনতা নিশ্চিতকরণে বদ্ধপরিকর। তিনি গতকাল দুপুরে হবিগঞ্জে নবনির্মিত চিফ জুডিশিয়াল আদালত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। তিনি জানান, তথ্যপ্রযুক্তি আইনের ৫৭ ধারা জনগণের বাকস্বাধীনতা হরণ করছে—এমন বিতর্ক ওঠায় এটি বাতিল করা হচ্ছে। নতুন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে বিষয়টি আরও স্পষ্ট করা হবে। বর্তমানে ৫৭ ধারার অধীনে যেসব মামলা পরিচালিত হচ্ছে বা তদন্তাধীন রয়েছে—নতুন আইনে সে বিষয়ে নির্দেশনা থাকবে। এ আইনে সবাই যাতে ন্যায়বিচার পায়—সে ব্যবস্থা করা হবে। পরে স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, ২০০৭ সালে বিচার বিভাগ পৃথক হলেও ১৯৯৬ সালে শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী হন তখই জেলা জজ ভবন নির্মাণ করেছিলেন। স্বাধীন বিচার বিভাগের জন্য অবকাঠামো সবার আগে প্রয়োজন। তবে শুধু অবকাঠামো দিয়েই হবে না, প্রধানমন্ত্রী বিচারকদের বেতন, প্রশিক্ষণ ও সামাজিক মর্যাদা নিশ্চিত করেছেন। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বিচারক নিয়োগ, পদোন্নতি ও সুযোগ সুবিধার জন্য কন্ডাক্ট রুল করছে, যা অচিরেই গেজেট আকারে প্রকাশ হবে। মন্ত্রী উল্লেখ করেন, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর দেশে ’৯৬ সাল পর্যন্ত আইনের শাসন ছিল না। যে দেশে ইনডেমনিটি অধ্যাদেশ হতে পারে—সে দেশে কীভাবে আইনের শাসন থাকে? শেখ হাসিনা ছাড়া কেউ এ আইনের বিপক্ষে পদক্ষেপ নেয়নি। আইনের শাসনের বীজ রোপণ করেছিলেন শেখ হাসিনা। তিনি বলেন, বিচারালয় হলো অসহায় মানুষের শেষ আশ্রয়স্থল। আমরা সেই আশ্রয়স্থল বাড়াতে এসেছি। গণতন্ত্রের বিকাশে এবং শক্তিশালী করতে বিচার বিভাগের স্বাধীনতা সবার আগে প্রয়োজন। জেলা ও দায়রা জজ আতাবউল্লার সভাপতিত্বে এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ আফরোজ পারভীনের সঞ্চালনায় এ অনুষ্ঠানে বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মজিদ খান, সংসদ সদস্য অ্যাডভোকেট মাহবুব আলী, নারী সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আইন সচিব আবু সালেহ শেখ মোহাম্মদ জহিরুল হক প্রমুখ। পরে আইনমন্ত্রীকে জেলা আইনজীবী সমিতি সংবর্ধনা প্রদান করে।

সর্বশেষ খবর