শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

ফ্রান্সকে নেতৃত্ব দেবেন কে?

প্রতিদিন ডেস্ক

হ্যাকিং সংক্রান্ত উত্তেজনার মধ্যেই ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত পর্বের ভোট গতকাল রাতে শেষ হয়েছে। দ্বিতীয় দফার এই নির্বাচনে প্রথম দফার শীর্ষস্থান পাওয়া দুই প্রার্থী মধ্যপন্থি ইমানুয়েল ম্যাখোঁ এবং ডানপন্থি মেরিন লো পেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদের মধ্যে সংখ্যাগরিষ্ঠ ভোট  পাওয়া প্রার্থীই হবেন পরবর্তী ফরাসি প্রেসিডেন্ট। বাংলাদেশ সময় রাত ১২টায় ভোট গ্রহণ শেষ হয়। চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে আগামী বুধবার। তবে প্রাথমিক নির্বাচনী জরিপ বলছে, প্রেসিডেন্ট হিসেবে ফরাসি ভোটাররা ৩৯ বছর বয়সী ম্যাখোঁকেই বেছে নেবেন। সাবেক অর্থমন্ত্রী ম্যাখোঁ দেশের বাম-ডান বিভাজনের মধ্যে সেতুবন্ধ হতে চান, দেশজুড়ে গড়ে ওঠা প্রতিষ্ঠান-বিরোধিতার হুজুগ থামাতে চান; যে হুজুগে মার্কিনিরা ডোনাল্ড ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসেবে বেছে নিয়েছে এবং ব্রিটিশরা ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগ করেছে। কিন্তু অপ্রত্যাশিতভাবে ন্যাশনাল ফ্রন্ট প্রার্থী লো পেন জয়ী হলে ইইউর ভবিষ্যৎ নিশ্চিতভাবেই পতনের দ্বারপ্রান্তে চলে যাবে। শেষ জনমত জরিপগুলোতে দেখা গেছে, জনসমর্থনে লো পেনের চেয়ে প্রায় ২৩ থেকে ২৬ শতাংশ পয়েন্টে এগিয়ে ছিলেন ম্যাখোঁ। গত মাসে প্রথম পর্বের ভোটেও জনমত জরিপের স্পষ্ট প্রতিফলন দেখা গেছে, ওই পর্বে জনমত জরিপে এগিয়ে থাকা প্রার্থী ম্যাখোঁই পেয়েছেন সর্বাধিক ভোট। বুধবার দুই প্রার্থীর শেষ নির্বাচনী বিতর্কে দুজনের মধ্যে তীব্র, তিক্ত বাগ্যুদ্ধ হয়; এরপর জনমত জরিপে লো পেনকে আরও ছাড়িয়ে যান ম্যাখোঁ। ফ্রান্সের নির্বাচনী ব্যবস্থা অনুযায়ী, প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম পর্বে যদি কোনো প্রার্থী ৫০ শতাংশ ভোট অর্জন করতে ব্যর্থ হন, তাহলে দ্বিতীয় ধাপের নির্বাচনে অংশ নেন শীর্ষ দুই প্রার্থী। ২৩ এপ্রিল অনুষ্ঠিত প্রথম ধাপের নির্বাচনে ম্যাখোঁ পেয়েছেন ২৩.৭৫ শতাংশ ভোট। লো পেন পেয়েছেন ২১.৫৩ শতাংশ।

সর্বশেষ খবর