শিরোনাম
সোমবার, ৮ মে, ২০১৭ ০০:০০ টা

দিনে-দুপুরে গুলি করে ৬৬ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে এক গার্মেন্ট ব্যবস্থাপনা পরিচালককে (এমডি) গুলি করে ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ছিনতাইকারীদের গুলিতে আহত গার্মেন্ট ব্যবসায়ী মো. রবিউল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই কারখানার হিসাবরক্ষণ কর্মকর্তা ও গাড়িচালক। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জয়দেবপুর থানায় মামলার প্রস্তুতি চলছে। পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ জানায়, গতকাল বেলা ১টার দিকে গাজীপুরের চান্দনা চৌরাস্তার ইসলামী ব্যাংকের গাজীপুর চৌরাস্তা শাখা থেকে আরবিএসআর ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার লোকজন ৬৬ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেন। টাকা উত্তোলন করে কারখানার ব্যবস্থাপনা পরিচালক রবিউল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা একটি প্রাইভেটকারে টঙ্গীর মরকুনে ফিরছিলেন। প্রাইভেট কারটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মালেকের বাড়ি এলাকায় পৌঁছলে চার-পাঁচজন সশস্ত্র ছিনতাইকারী মোটরসাইকেলে এসে গাড়ির গতিরোধ করে। এ সময় ছিনতাইকারীরা প্রাইভেট কারের কাচ ভাঙচুর করে এবং কারখানার ব্যবস্থাপনা পরিচালকের পায়ে গুলি করে। তারা চালকসহ অন্য দুজনকে মারধর করে ৬৬ লাখ ৫০ হাজার টাকাভর্তি ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ঘটনার পর কারখানার ব্যবস্থাপনা পরিচালককে উদ্ধার করে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। আহত গাড়িচালক মো. মোজাম্মেল হক জানান, ব্যাংক থেকে শ্রমিকদের বেতনের টাকা উত্তোলন করে কারখানায় ফেরার পথে মালেকের বাড়ি এলাকায় একটি হলুদ রঙের পিকআপ তাদের গতিরোধ করে। পরে পেছন থেকে দুটি মোটরসাইকেলে চার-পাঁচজন ছিনতাইককারী প্রাইভেট কারের দুপাশে এসে দাঁড়ায়। একপর্যায়ে ছিনতাইকারীরা লোহার রড দিয়ে প্রাইভেট কারের সামনের এবং পাশের দুটি কাচ ভেঙে ফেলে। পরে তাকে ও হিসাবরক্ষণ কর্মকর্তাকে মারধর করে। এ সময় তারা পেছনের আসনে বসা কারখানার এমডি মো. রবিউল ইসলামকে গুলি করে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে দ্রুত ঢাকার দিকে পালিয়ে যায়। গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাখাওয়াৎ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জয়দেবপুর থানার ভোগড়া ফাঁড়ির ইনচার্জ এসআই মো. জাকির হোসেন জানান, পাঁচ লাখ টাকার ওপরে বহন করলে পুলিশকে জানানোর কথা। কিন্তু তারা তা করেননি। প্রাথমিকভাবে জানা গেছে, ৬৬ লাখ ৫০ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। পুলিশ ছিনতাইকারীদের ধরতে ইতিমধ্যে অভিযান শুরু করেছে।

গাজীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ জানান, ঘটনাস্থলের আশপাশের বিভিন্ন ভবন ও ইসলামী ব্যাংক থেকে সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। এসব ফুটেজ পর্যবেক্ষণ করে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনার ব্যাপারে প্রাইভেট কারের চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সর্বশেষ খবর