মঙ্গলবার, ৯ মে, ২০১৭ ০০:০০ টা
অরফানেজ ট্রাস্ট মামলা

খালেদার আত্মপক্ষ সমর্থন ১৫ মে

নিজস্ব প্রতিবেদক

অসুস্থতার কারণে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনের জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময়ের আবেদন পুনর্বিবেচনা করেছে আদালত। গতকাল ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে উপস্থিত হয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন খালেদা জিয়া। প্রথমে খালেদা জিয়ার আবেদন নামঞ্জুর করে আইন অনুযায়ী এখন আত্মপক্ষ সমর্থন গ্রহণ করা হবে বলে আদালত জানায়। পরে আদালত বিরতিতে যায়। বিরতির পর খালেদার আইনজীবীরা আবারও সময়ের আবেদনের বিষয়টি পুনর্বিবেচনার আবেদন করেন। আদালত এ সময় তা মঞ্জুর করে আগামী ১৫ মে আত্মপক্ষ সমর্থনের দিন ধার্য করে।

জিয়া অরফানেজ ট্রাস্টে অনিয়মের অভিযোগে ২০০৮ সালের ৩ জুলাই রাজধানীর রমনা থানায় মামলাটি করে দুদক। এতিমদের সহায়তার জন্য একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয় ওই মামলায়।

 

 

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর