সোমবার, ১৫ মে, ২০১৭ ০০:০০ টা

খোঁজ মেলেনি রেজওয়ানের

নিজস্ব প্রতিবেদক

জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগে অভিযুক্ত লেকহেড স্কুলের প্রতিষ্ঠাতা রেজওয়ান হারুনের গতকালও খোঁজ মেলেনি। তাকে ধরতে তত্পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে, বৃহস্পতিবার সকালে লন্ডন থেকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় এসে লাপাত্তা হন রেজওয়ান। একটি সংস্থা বলছে, রেজওয়ানের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়ন ও মদদের অভিযোগ রয়েছে। তিনি জঙ্গিবাদে মদদ দেওয়া ঢাকার লেকহেড গ্রামার স্কুলের ব্যবস্থাপনা পরিচালক। এই স্কুলে আলোচিত অনেক জঙ্গি বিভিন্ন সময়ে শিক্ষকতা করেছেন। আনসারুল্লাহ বাংলাটিম (এবিটি), নব্য জেএমবি ও হিযবুত তাহ্রীরের কয়েকজন শীর্ষ নেতার সঙ্গে ঘনিষ্ঠতা ছিল রেজওয়ানের। চলতি বছরের ২৩ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে রেজওয়ান হারুনকে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়। ওই চিঠির আলোকে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় একটি নির্দেশনায় সশস্ত্র বাহিনী বিভাগ, পুলিশ সদর দফতর ও শিক্ষামন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়। ডিএমপির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেছেন, রেজওয়ানের অবস্থান শনাক্তে পুলিশ ও র‌্যাবের একাধিক টিম কাজ করছে। কোথায় যেতে পারে বা কোথায় থাকতে পারে সম্ভাব্য এমন সব জায়গায় অভিযান চালানো হয়েছে। তবে তার সন্ধান মেলেনি। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ খবর